শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

‘আধুনিক ফার্নিচার তৈরির মাধ্যমে রপ্তানী বাড়াতে হবে’

চট্টগ্রাম অফিস: ফার্নিচার শিল্পকে আধুনিক করার অঙ্গীকার নিয়ে ৬দিন ব্যাপী অনুষ্ঠিত ৯ম চট্টগ্রাম ফার্নিচার মেলা গতকাল শেষ হয়েছে। এ উপলক্ষে ২৬ ডিসেম্বর জি.ই.সি কনভেনশন হল চত্ত্বরে এক সমাপণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

সমাপণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম চেম্বার অব কমার্সের পরিচালক অহিদ সিরাদ চৌধুরী স্বপন বলেন দেশে ফার্নিচার শিল্পের প্রসার ঘটেছে। প্রতিযোগীতার বিশ্বের সাথে তাল মিলিয়ে আধুনিক ফার্নিচার তৈরির মাধ্যমে এর রপ্তানী বাড়াতে হবে। তিনি বলেন ফার্নিচার শিল্প বিকাশে এ মেলার গুরুত্ব রয়েছে। দেশীয় চাহিদা মিটিয়ে ফার্নিচার শিল্পকে রপ্তানী বৃদ্ধিতে কোম্পানীগুলোকে মনযোগী হতে হবে। দক্ষ কারিগর সৃষ্টিতে প্রশিক্ষণ, শিল্পের কাঁচামাল সর্বোপরি সরকারি সহযোগীতা এ শিল্পের উন্নয়নে ভূমিকা রাখবে। রপ্তানীতে পিছিয়ে থাকলেও দেশীয় ফার্নিচার প্রতিষ্ঠানগুলোর চোখ ধাধানো ডিজাইন তৈরি করছে। এতে আশাবাদী হওয়া যায় ফার্নিচার শিল্প একদিন অর্থনীতিতে গতি আনবে।

 বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতি চট্টগ্রাম বিভাগের সভাপতি সৈয়দ এ এস এম নুর উদ্দিনের এর সভাপতিত্বে সমাপণী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ৯ম চট্টগ্রাম ফার্নিচার মেলা প্রস্তুতি কমিটির আহ্বায়ক মাকসুদুর রহমান। আরো বক্তব্য রাখেন চিটাগং ইভেন্টস এর চেয়ারম্যান  সাহাব উদ্দীন, সিইও আয়েশা বেগম, বাংলাদেশ ফার্নিচার শিল্প মালিক সমিতির চেয়ারম্যান সেলিম এইচ রহমান, মহাসচিব মো: ইলিয়াছ সরকার, কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক নুরুল আজম খান, সিনি: সহ সভাপতি এম নাছের, সহ সভাপতি ছৈয়দ আই.এম ইফতেখার উদ্দিন, মো: সাইফুদ্দিন চৌধুরী, মো: জসিম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মো: সৈয়দুর রহমান আনিস, শাহীন হক টুটুল, মো: আলী ইসলাম, অর্থ সম্পাদক হাজী মো: সিদ্দিক, মো: মনসুর আলম, মো: সেলিম, মো: ইয়াসিন, মো: জুবায়ের, মো: নাজের, মো: ইব্রাহীম, গিয়াস উদ্দীন, হাজী মো শাহ আলম, সুকুমার দেবনাথ, মো: শহীদুল্লাহ, হাজী মো: জাকির হোসেন, মো: বেলাল উদ্দীন, চিটাগং ইভেন্টস এক্সিকিউটিভ মো: রাসেল, মো: ইরফান, আদর, মো: মেহেদী ও একাউন্টস এক্সিকিউটিভ তন্বী বড়–য়া, মিডিয়া উইং মনোয়ার হোসেন প্রমুখ। সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন সদস্য  মো: মহিউদ্দিন ও মনজুর ইসলাম রায়হান। সমাপণী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোকে ক্রেস্ট প্রদান করা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ