শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাটোরে বাসের ধাক্কায় বাবা-মেয়ের মৃত্যু

নাটোর সংবাদদাতা : নাটোরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক পশুচিকিৎসক ও তার মেয়ের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের বাইপাস এলাকায় এই দূর্ঘটনা ঘটে। হতভাগ্য পশুচিকিৎসক ফুল মিঞা (৪২) নাটোর সদর উপজেলার রামপুর গ্রামের চান মিঞার ছেলে এবং নিহতের কন্যা মুর্শিদা (১১) চলতি বছরে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিয়েছে। নিহতের পারিবারিক সূত্রে জানাযায়, সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে শহরতলীর রামপুরা থেকে ফুল মিঞা তাঁর মোটরসাইকেল করে স্ত্রী, ছেলে ও মেয়েকে নিয়ে শহরের বাইপাস সড়কে বড় মেয়ের শ্বশুর বাড়ীতে যাচ্ছিলেন। কান্দিভিটা এলাকায় রাস্তা অতিক্রম করার সময় রাজশাহী থেকে পাবনাগামী একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মেয়ে মুর্শিদার মৃত্যু হয়। চানমিঞাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তাঁর মৃত্যু হয়। নিহতের তিন বছর বয়সী ছেলে তামিমকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং স্ত্রী ফেরদৌস আরা বেগমকে নাটোর সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়েছে। তামিমের অবস্থা আশংকাজনক বলে পারিবারিক সূত্র জানিয়েছে। নাটোর থানার ওসি সিকদার মশিউর রহমান জানিয়েছেন, ঘাতক বাসটি আটক করা হয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ