শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সরকারী নির্দেশ অমান্য করে-

নরসিংদী থেকে আসাদুল হক পলাশ : নরসিংদী আইডিয়াল  উচ্চ বিদ্যালয় নাম হলেও মুলত বিদ্যালয়টি নিম্ন মাধ্যামিক। এখোনে অনিয়ম-ই যেন নিয়ম । সরকারের নির্দেশনাকে অমান্য করতে দ্বিধাবোধ করেনা এই স্কুলের  অবৈধ ভারপ্রাপ্ত  প্রধান শিক্ষক মঞ্জিল এ মিল্লাত (ইনডেক্স নং ১০৬৯৯৯৮)  । মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের প্রেরিত চিঠির নির্দেশকেও বৃদ্বাঙ্গুলি প্রদর্শন করেও বহাল তবিয়তে  আছেন তিনি। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশ অমান্য করে এস এস সি পরিক্ষার্থীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগও রয়েছে।জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারও স্ব-অধিদপ্তরের নির্দেশনাকে বাস্তবায়নের তাগিদ করতে সাহস পান না এ ক্ষমতাধর শিক্ষককে।অভিভাবক মহলের প্রশ্ন এ শিক্ষকের খুঁটির জোর কোথায় ?
অনুসন্ধানে জানা যায়, এ স্কুলের পরিচালনা পরিষদের জ্যেষ্ঠ সদস্য আসাদুল হক পলাশ কর্তৃক আনিত একটি অভিযোগ,মাধ্যামিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের নির্দেশে নরসিংদী জেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ তদন্ত করে অভিযোগের পক্ষে প্রতিবেদন দাখিল করেন। পরে এর ভিত্তিতে গত ৩ অক্টোবর ২০১৭ খ্রিঃ তারিখে  ৩৭.০২.০০০০.১০৭.৯৯.৭৩.২০১৭.১৩২৬৪/৪ নং স্মারকে বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বিধিমোতাবেক দায়ীত্ব হস্তান্তরের জন্য মহাপরিচালকের নির্দেশ ক্রমে সহকারী পরিচালক (মাধ্যমিক-২) দুর্গরানী সিকদার একটি অফিস আদেশ জারি করেন। যার কপি জেলা শিক্ষা অফিসার নরসিংদীকেও প্রদান করা হয়েছে । পত্র প্রাপ্তির দেড় মাসাধিককাল অতিবাহিত হওয়ার পর ও উল্লেখিত ক্ষমতাধর অবৈধ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়ীত্ব হস্তান্তর করেনি । বিদ্যালয়ের পরিচালনা পরিষদের দাতা  সদস্য এবিএম আজরাফ টিপু এ প্রতিবেদককে বলেন আইডিয়েল হাইস্কুলের নিয়ম –কানুন কিংবা রাষ্ট্রীয় আইনে কোন বালাই নেই । গত ৪/৫ মাস যাবত স্কুল পরিচালনা পরিষদের কোন সভা হচ্ছেনা ।  এ শিক্ষকের খুঁটির জোর কোথায় তা আমাদের জানা নেই । মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার হারুনুর রশিদ জানান,অধিদপ্তরের এ নির্দেশের অনুলিপি আমাকে প্রদান করা হয়েছে তবে তা বাস্তবায়নের জন্য আমাকে কোনও নির্দেশনা প্রদান করা হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ