ঢাকা, মঙ্গলবার 16 April 2024, ০৩ বৈশাখ ১৪৩০, ৬ শাওয়াল ১৪৪৫ হিজরী
Online Edition

ঘন কুয়াশা: পাটুরিয়ায় মাঝ নদীতে থেমে আছে ৩ ফেরি

সংগ্রাম অনলাইন ডেস্ক: ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া এবং রাজবাড়ির দৌলতদিয়া নৌপথে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

নৌপথ কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়ায় দুর্ঘটনা এড়াতে আজ সোমবার ভোর সাড়ে ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। এ সময় যাত্রী ও যানবাহন বোঝাই তিনটি ফেরি মাঝ নদীতে নোঙর করে রাখা হয়।

আর পারাপারের অপেক্ষায় উভয় পাড়ের ঘাট এলাকায় বাস-ট্রাকসহ বিভিন্ন ধরনের প্রায় তিন শতাধিক যানবাহন আটকে পড়েছে। এই চরম শীতে যাত্রী ও যানবাহন শ্রমিকসহ সংশ্লিষ্টরা চরম ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের এজিএম নাছির মোহাম্মদ চৌধুরী গণমাধ্যমকে জানান, যাত্রী ও যানবাহন নিয়ে পারাপারের সময় ঘন কুয়াশায় নৌপথ দেখতে না পেয়ে তিনটি ফেরি মাঝ নদীতে নোঙর করে। এর পরপরই দুর্ঘটনা এড়াতে অন্য ফেরিগুলো বন্ধ করে দেওয়া হয়েছে।

পাটুরিয়া ঘাটে আটটি ও দৌলতদিয়া ঘাটে পাঁচটি ফেরি পন্টুন এবং এর আশপাশে বেঁধে রাখা হয়েছে।

কুয়াশার তীব্রতা কেটে গেলে অগ্রাধিকার ভিত্তিতে আটকে পড়া সব যানবাহন পারাপার করা হবে বলেও জানান নাছির মোহাম্মদ চৌধুরী।

অনলাইন আপডেট

আর্কাইভ