শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আফগান দলে নিষিদ্ধ শাহজাদ

 

স্পোর্টস ডেস্ক : আগামী ফেব্রুয়ারিতে সংযুক্ত আরব আমিরাতে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে ও টি- টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। আর এ সিরিজ দুটিকে ঘিরে ভিন্ন দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড। যেখানে আবার নেয়া হয়েছে নিষিদ্ধ ক্রিকেটার মোহাম্মদ শাহজাদকে। আগামী ১৭ জানুয়ারি এক বছরের ডোপিং নিষেধাজ্ঞা থেকে মুক্তি পাচ্ছেন তিনি।  উইকেটরক্ষক-ব্যাটসম্যান শাহজাদ ওয়ানডে ও টি-২০ দুটি সিরিজেই সুযোগ পেয়েছেন।  নতুন কোচ ফিল সিমন্সের অধীনে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজটি হবে আফগানিস্তানের প্রথম সিরিজ। ওয়ানডে দল: আসগার স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), জাভেদ আহমেদি, ইহসানুল্লাহ জানাত, নাজিবুল্লাহ জাদরান, রহমত শাহ, সামিউল্লাহ শেনওয়ারি, নাসির জামাল, মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, রশিদ খান, মুজিব জাদরান, শারাফুদ্দিন আশরাফ, দৌলত জাদরান এবং শাপুর জাদরান।   টি-২০ দল: আসগার স্তানিকজাই (অধিনায়ক), মোহাম্মদ শাহজাদ (উইকেটরক্ষক), উসমান গনি, করিম সাদিক, নাজিবুল্লাহ জাদরান, শফিকুল্লাহ, সামিউল্লাহ শেনওয়ারি, আফতাব আলম, মোহাম্মদ নবী, গুলাবাদিন নায়েব, রশিদ খান, মুজিব জাদরান, শাফিউদ্দিন আশরাফ, হামিদ হাসান, শাপুর জাদরান।

অনলাইন আপডেট

আর্কাইভ