বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

অবিলম্বে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহ্বান খেলাফত মজলিসের

খেলাফত মজলিসের আমীর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের এক যৌথ বিবৃতিতে জাতীয় প্রেস ক্লাবে অবস্থানরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবি মেনে নেয়ার আহ্বান জানিয়ে বলেছেন, আন্দোলনরত স্বতন্ত্র ইবতেদায়ি শিক্ষকদের দাবি সম্পূর্ণ যৌক্তিক। সরকার মাদরাসা শিক্ষার প্রতি বিমাতাসূলভ আচরণ করছে। রেজিস্টার্ড প্রাথমকি বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করলেও বারবার ওয়াদা দেয়া সত্ত্বেও স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণ করছে না। তীব্র শীতের মধ্যে ৮ দিন ধরে রাস্তায় খোলা আকাশের নীচে অবস্থানরত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের দাবির প্রতি সরকার কোন কর্ণপাত করছে না।
বিবৃতিতে নেতৃদ্বয় অবিলম্বে স্বীকৃতিপ্রাপ্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে জাতীয়করণের দাবি মেনে নেয়ার এবং আন্দোলনরত ইবতেদায়ি মাদরাসা শিক্ষক-কর্মচারীরা যাতে অবিলম্বে শ্রেণিকক্ষে ফিরি গিয়ে পাঠদানে আত্মনিয়োগ করতে পারে তার ব্যবস্থা করার জন্যে সরকারের প্রতি জোর দাবি জানান। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ