বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বিশ্ব ইজতেমায় হামদর্দের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন

 

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে প্রতিবারের ন্যায় এবারো লাখো মুসল্লির স্বাস্থ্যসেবা প্রদানের লক্ষ্যে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের ব্যবস্থা গ্রহণ করেছে দেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াক্ফ) বাংলাদেশ। হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া-এর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) মোঃ শহিদুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লেঃ কর্ণেল মাহ্বুবুল আলম চৌধুরী (অবঃ), হামদর্দের চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় সরকারী ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল এমপি বলেন, হামদর্দ আর্ত পীড়িত ও দুঃস্থ মানুষের কল্যাণে নিয়োজিত। বিশ্ব ইজতেমায় আগত লক্ষ লক্ষ মুসল্লিদের ফ্রি চিকিৎসা প্রদানের জন্য হামদর্দ প্রতিবছর যে উদ্যোগ গ্রহণ করে থাকে তা সত্যিই প্রশংসনীয়। তিনি আরো বলেন, বিশ্ব ইজতেমায় ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করে দ্বীন-ইসলামের খেদমতে আল্লাহর রাস্তায় যারা জান-মাল ও সময় ব্যয় করছেন তাদের খেদমতের মাধ্যমে হামদর্দের সদস্যবৃন্দ অশেষ পূণ্য লাভ করবেন বলে আমি বিশ্বাস করি। প্রতি বছর বিশ্ব ইজতেমায় হামদর্দের এই কর্মকান্ড আমাদেরকে মানব সেবায় আত্মনিয়োগ করতে অনুপ্রাণিত করে। আমি বিশ্বাস করি আগামীতেও তারা এই সেবামূলক কর্মকান্ড অব্যাহত রাখবে। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ