শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বাংলাদেশের বিপক্ষে লঙ্কানদের টেস্ট দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে প্রথম টেস্টের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। ১৬ সদস্যের এ দল দিয়েই বাংলাদেশের বিপক্ষে লড়াইয়ে নামবে কোচ চন্ডিকা হাথুরুসিংহে। ঘোষিত এ স্কোয়াডে জায়গা পেয়েছেন ব্যাটসম্যান কুশাল মেন্ডিস ও দানুশকা গুনাথিলাকা। তবে বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য পেস বোলিংয়ের উপর জোর দিয়েছে লঙ্কান বোর্ড। এ জন্য দলে নেয়া হয়েছে পেসার দুশমান্থা চামিরা এবং লাহিরু কুমারা। দলে চায়নাম্যান স্পিনার আকিলা ধনঞ্জয়াকে রাখা হয়েছে। চামিরা, কুমারা, ধনঞ্জয়ার সঙ্গে রয়েছেন অভিজ্ঞ পেসার সুরঙ্গা লাকমাল। গতবছর দুর্দান্ত কাটিয়েছেন লাকমাল। তাকে শ্রীলঙ্কা দলের সহ-অধিনায়ক বানানো হয়েছে। তবে দল থেকে বাদ পড়েছেন সাদিরা সামারাবিক্রমা, দাসুন শানাকা এবং লাহিরু থিরিমান্নে। বাংলাদেশের-শ্রীলঙ্কার দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথম টেস্ট অনুষ্ঠিত হবে ৩১ জানুয়ারি চট্টগ্রামে।

অনলাইন আপডেট

আর্কাইভ