বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

তাড়াশে ২ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন

তাড়াশ (সিরাজগঞ্জ) সংবাদদাতা: গত বৃহস্পতিবার তাড়াশে ২ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম শীর্ষক প্রশিক্ষণ উপজেলা পরিষদ হলরুমে বিশিষ্ঠ সাহিত্যিক, লেখক ও সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদকমন্ডলীর সভাপতি এম রহমত উল্লাহ’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের উদ্বোধন করেন সহকারী কমিশনার ভূমি মোঃ আহসান হাবিব জিতু।
বক্তব্য রাখেন তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবাল, বৈশাখী টিভি’র এ্যাসার্মেন্ট এডিটর ও সিনিয়র নিউজ প্রেজেন্টার মিঠুন মোস্তফিজ, সাপ্তাহিক চলনবিল বার্তার সম্পাদক ও প্রকাশক আব্দুর রাজজাক রাজু, তাড়াশ রিপোর্টার্স ইউনিটি’র সাবেক সভাপতি এম মামুন হুসাইন, গুরুদাসপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আলী আক্কাস, সিংড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম রাজু আহমেদ, তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সভাপতি মির্জা ফারুক আহমেদ প্রমুখ।
সাপ্তাহিক চলনবিল বার্তা ও সিআরডি কর্তৃক আয়োজিত ২ দিনব্যাপী মাল্টিমিডিয়া জার্নালিজম শীর্ষক প্রশিক্ষণে চলনবিল এলাকার তাড়াশ, রায়গঞ্জ, সিংড়া, গুরুদাসপুর, চাটমোহর, উল্লাপাড়া, ভাঙ্গড়া উপজেলার ৩৫ জন সাংবাদিক প্রশিক্ষণ গ্রহণ করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ