বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

খেলাধূলা মানুষকে সুস্থ দেহ তৈরি ও নিয়মানুবর্তিতায় সহায়ক ভূমিকা পালন করে

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও নগর উত্তর সভাপতি আহমেদ সাদমান সালেহ বলেছেন খেলাধূলা মানুষের মেধার বিকাশ, নিয়মানুবর্তিতা ও শৃঙ্খলায় উজ্জীবিত করে সুস্থ দেহ, মন গঠনে সহায়তা করে। একই সাথে শিক্ষার্থীর মনের একগুঁয়েমী দূর করে মনকে সতেজ ও প্রফুল্ল রাখতে কার্যকর ভূমিকা রাখে। খেলার মাধ্যমে একে অপরের প্রতি আন্তরিকতা, সহমর্মিতা ও সচেতনতা সৃষ্টি হয়। ছাত্রদের পড়ালেখার পাশাপাশি খেলাধূলার মতো সহ-শিক্ষা কাজ নৈতিক মানের অধিকারী সচেতন নাগরিক হিসেবে নিজেকে তৈরী করতে প্রেরণা জোগায়। এজন্য তিনি পড়ালেখার পাশাপাশি মনের আনন্দ সৃষ্টি করতে খেলাধূলার প্রতিযোগিতা আয়োজন করার আহ্বান জানান। সে সাথে শিক্ষার্থীদের মেধা ও মনন  বিকাশে এ ধরণের প্রতিযোগিতা নিয়মিত আয়োজনে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান। চট্টগ্রাম মহানগরী উত্তর শিবিরের আয়োজনে প্রীতি ফুটবল প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি গতকাল এসব কথা বলেন। মহানগরী স্পোর্টস সেক্রেটারী দিদারুল মোস্তফার পরিচালনায় খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ফাইনাল খেলা পরিচালনা করেন কক্সবাজার জেলা দলের সাবেক কৃতি ফুটবলার আব্দুল হান্নান। তাঁকে সহায়তা করেন  আ স ম রায়হান ও এইচ এম সরওয়ার্দী। প্রীতি ফুটবল খেলায় থানা সভাপতি একাদশ ২-১ গোলে সেক্রেটারিয়েট একাদশকে পরাজিত করে বিজয়ী হবার গৌরব অর্জন করেন। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন বিজয়ী থানা সভাপতি একাদশের অধিনায়ক সাইফুল ইসলাম। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ