বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

গাইবান্ধায় কমিউনিটি ক্লিনিকের কর্মীদের অবস্থান কর্মসূচী

গাইবান্ধা সংবাদদতা: চাকরি জাতীয়করণের দাবীতে গাইবান্ধায় কমিউনিটি ক্লিনিকের কর্মী কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার-সিএইচসিপিরা আজ শনিবার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে জেলার সকল কমিউনিটি ক্লিনিক বন্ধ রেখে সকাল ৯টা থেকে দুপুর ৩টা পর্যন্ত কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী পালন করে। জেলা সিএইচসিপি এসোসিয়েশনের উদ্যোগে গাইবান্ধার সাত উপজেলায় এক সাথে এই কর্মসূচী পালিত হয়।
কর্মসূচী চলাকালে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা সিএইচসিপি এসোসিয়েশনের সভাপতি আতাউর রহমান আতা, শাম্মী আকতার, আবু শামীম প্রমুখ।
বক্তারা বলেন, কমিউনিটি ক্লিনিক কর্মীরা জেলার চরাঞ্চলসহ প্রত্যন্ত গ্রামাঞ্চলে ২শ’ ৯৪টি ক্লিনিকে স্বল্প বেতনে সাধারণ মানুষের সেবা প্রদান করে আসছে।
তদুপরি এসব কমিউনিটি ক্লিনিক থেকে নারী, শিশু ও গর্ভবতী মায়েদের বিভিন্ন সেবাসহ ৩২ প্রকার ওষুধ প্রদান করা হচ্ছে। কিন্তু তারা তাদের যে সামান্য বেতন দেয়া হচ্ছে তাতে একটি পরিবারের মৌলিক চাহিদাও পুরণ হচ্ছে না।
ফলে তাদেরকে পরিবার পরিজন নিয়ে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তাই বক্তারা অতিদ্রুত সিএইচসিপিদের চাকরি রাজস্বকরণের আওতায় আনার দাবি জানান।

অনলাইন আপডেট

আর্কাইভ