শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অস্ট্রেলিয়া-ইংল্যান্ড চতুর্থ ওয়ানডে আজ

স্পোর্টস ডেস্ক : প্রথম তিন ম্যাচ জিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ওয়ানডে সিরিজ জয় ইতোমধ্যেই নিশ্চিত করে ফেলেছে সফরকারী ইংল্যান্ড। সিরিজ জয় নিশ্চিত হওয়ার পর এবার অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করতে চায় ইংলিশরা। সেই লক্ষ্য নিয়ে আজ চতুর্থ ওয়ানডে খেলতে নামছে ইংল্যান্ড। অপরদিকে, অসিদের লক্ষ্য শেষ দু’ওয়ানডে জয়। অ্যাডিলেড ওভালে বাংলাদেশ সময় সকাল ৯টা ২০ মিনিটে শুরু সিরিজের চতুর্থ ওয়ানডে।অ্যাশেজে অস্ট্রেলিয়ার কাছে ৪-০ ব্যবধানে হেরেছে ইংল্যান্ড। তবে ওয়ানডেতে দেখা যাচ্ছে অন্য এক ইংল্যান্ডকে। প্রথম তিন ম্যাচেই অস্ট্রেলিয়ার বিপক্ষে আধিপত্য বিস্তার করে খেলে ইংলিশরা। মেলবোর্ন ও ব্রিজবেনে ৫ ও ৪ উইকেটের ব্যবধানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। প্রথম ওয়ানডের মত দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরি করেন ফিঞ্চ। তার ১০৬ রানের সুবাদে ৯ উইকেটে ২৭০ রান করে অস্ট্রেলিয়া। এবারও ফিঞ্চের সেঞ্চুরি বিফল করে দিয়ে ৩৪ বল বাকী রেখেই ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। এরপর সিডনিতে উইকেটরক্ষক জশ বাটলারের অপরাজিত ১০০ রানে সুবাদে অস্ট্রেলিয়াকে ৩০৩ রানের টার্গেট দেয় ইংল্যান্ড। কিন্তু দলের ব্যাটসম্যানরা বড় ইনিংস খেলতে না পারায় ৬ উইকেটে ২৮৬ রান পর্যন্ত যেতে পারে অস্ট্রেলিয়া। তাই দু’ম্যাচ বাকী রেখেই সিরিজ হার নিশ্চিত করে ফেলে অসিরা।

অনলাইন আপডেট

আর্কাইভ