মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে রেকর্ড বুকে মুমিনুল

স্পোর্টস রিপোর্টার : বাংলাদেশের হয়ে টেস্টে টানা দুই ইনিংসে এতোদিন সেঞ্চুরি করার রেকর্ড ছিল না কোন ক্রিকেটারের। তবে গতকাল চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে সেই রেকর্ড গড়লেন টেস্ট স্পেশালিস্ট হিসেবে তকমা পাওয়া মুমিনুল হক। টানা দুই ইনিংসে সেঞ্চুরির রেকর্ড গড়া ছাড়াও এখন এক টেস্টে সর্বাধিক রানের মালিক মুমিনুল। গতকাল মুমিনুল হক আউট হওয়ার আগে করেন সেঞ্চুরিসহ ১০৫ রান। প্রথম ইনিংসে মুমিনুল করেছিলেন সেঞ্চুরিসহ ১৭৬ রান। তার দায়িত্বশীল ১৭৪ বলের ইনিংসে ছিল ৫টি চার ও দুটি ছয়। গতকাল দ্বিতীয় সেশনে মুমিনুল-লিটন দাসের ১৮০ রানের এই বিশাল জুটি ভেঙে দেন ধনঞ্জয়া ডি সিলভা। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেয়া মুমিনুলকে ফেরান সাজঘরে। ৪৮তম ওভারে আচমকা হেলমেটে আঘাত পেয়েছিলেন মুমিনুল। কুমারার শর্ট বল ঠিকমতো বুঝতে পারেননি। বল এসে লাগে হেলমেটে। অবশ্য তেমন কোনও বিপদের মধ্যে পড়তে হয়নি তাকে। এরপরেই এক টেস্টে সর্বাধিক রানের রেকর্ড নিজের করে নেন বাঁহাতি ব্যাটসম্যান। ২৩১ রান করে এক টেস্টে সর্বাধিক রান নিয়ে এতদিন শীর্ষে ছিলেন তামিম ইকবাল। পাকিস্তানের বিপক্ষে ২০১৫ সালে এই রেকর্ড গড়েছিলেন। এবার শ্রীলংকার বিপক্ষে তামিমকে টপকে শীর্ষে চলে এসেছেন মুমিনুল।  চট্টগ্রামে মুমিনুলের ১৭৬ রানের ওপর ভর করেই বাংলাদেশ প্রথম ইনিংসে ৫১৩ রান করতে পারে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে দলের হার বাঁচিয়ে দলকে ড্র এনে দেন মুমিনুলই। টেস্টে বাংলাদেশের তিন ব্যাটসম্যানের একটি করে ডাবল সেঞ্চুরি আছে। এক ইনিংসে মুশফিকের ডাবল সেঞ্চুরি থাকলেও পরের ইনিংসে ব্যাট করতে পারেননি বলে এই তালিকাতে তিনি নেই। অন্য দুই ব্যাটসম্যান তামিম ও সাকিব দু’জনই এক টেস্টে বাংলাদেশের শীর্ষ পাঁচ ব্যাটসম্যানের তালিকাতে আছেন। আর চট্টগ্রাম টেস্টে অন্যান্য এক কীর্তি গড়লেন মুমিনুল হক।  প্রথম ইনিংসে ১৭৬ রানের পর দ্বিতীয় ইনিংসে করেন ১০৫ রান।  টানা দুই ইনিংসে সেঞ্চুরি করে কিংবদন্তি ক্রিকেটার কুমারা সাঙ্গাকারা, ব্রায়ান লারা, সুনীল গাভাস্কারদের ছুঁয়ে ফেলেছেন মুমিনুল হক। কীর্তিমান এই ক্রিকেটারদের কাতারে যাওয়ার পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসও সমৃদ্ধ করেছেন মুমিনুল।  প্রথম বাংলাদেশী ব্যাটসম্যান হিসেবে এই কীর্তি গড়েছেন। এর আগে দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়ার খুব কাছে গিয়েছিলেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার।  ২০০১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে চট্টগ্রামের মাটিতেই মাত্র ২৪ রানের জন্য এই কীর্তি থেকে বঞ্চিত হয়েছিলেন।  প্রথম ইনিংসে ১০৮ রান করেও দলকে ফলোঅন থেকে বাঁচাতে পারেননি।  ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে ৭৬ রান করে সাজঘরে ফিরতে হয়েছিল হাবিবুল বাশারকে।  অবশেষে মুমিনুল ১৭ বছর পর সেই আক্ষেপটা পূরণ করলেন। চট্টগ্রাম টেস্টের পঞ্চম দিনে বাংলাদেশের একমাত্র ক্রিকেটার হিসেবে এই রেকর্ডের একমাত্র মালিকও এখন তিনি।  গতকাল লঙ্কান চায়নাম্যান স্পিনার সান্দাকানের বলে সিঙ্গেল নিয়েই পূরণ করেন এই কীর্তি। মুমিনুলের এমন কীর্তির পর পুরো গ্যালারি উল্লাসে মেতে উঠে। এমনিতে ঠা-া মেজাজের ক্রিকেটার মুমিনুল প্রথম ইনিংসের মতো অবশ্য উল্লাস করেননি।  সিঙ্গেল নিয়ে বাংলাদেশের ড্রেসিং রুমের দিকে সাধারণ ভঙ্গিতে ব্যাট উঁচিয়ে উদযাপন করেন নিজের এই কীর্তি।  বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে মুমিনুল দুই ইনিংসে সেঞ্চুরি পাওয়া একমাত্র ক্রিকেটার হলেও বিশ্ব ক্রিকেটে এমন কীর্তি অনেকেরই আছে।  মুমিনুলসহ সবমিলিয়ে ৮৩ বার এমন রেকর্ড গড়েছেন টেস্ট  খেলুড়ে দেশগুলোর ক্রিকেটাররা। কিছু কিছু ক্রিকেটার একাধিকবার দুই ইনিংসে সেঞ্চুরি পেয়েছেন। সবমিলিয়ে ৬৭ জন খেলোয়াড় ৮৩বার দুই ইনিংসে সেঞ্চুরি করার কৃতিত্ব দেখিয়েছেন।  দুইবার করে এই কীর্তি গড়েছেন দশ ক্রিকেটার। তিনবার করে সুনীল গাভাস্কার, রিকি পন্টিং ও ডেভিড ওয়ার্নার এই কীর্তি গড়েছেন। লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে গ্রাহাম গুচ এক টেস্টে সবচেয়ে বেশি রান করার কৃতিত্ব  দেখিয়েছেন। ৩৩৩ ও ১২৩ রান মিলে ভারতের বিপক্ষে ওই ম্যাচে তার রান ছিল ৪৫৬ রান। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান বার্ডসলে সর্বপ্রথম এই কীর্তি গড়েছিলেন। ১৯০৯ সালে ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১৩০ ও দ্বিতীয় ইনিংসে ১৩৬ রান করেছিলেন অস্ট্রেলিয়ান এই ব্যাটসম্যান।

অনলাইন আপডেট

আর্কাইভ