মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
Online Edition

জেলা আওয়ামী লীগের দুটি গ্রুপের সংবাদ সম্মেলন

শেরপুর সংবাদদাতা: শেরপুর জেলা ছাত্রলীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে শেরপুর জেলা আওয়ামী লীগের দুটি পৃথক গ্রুপ সংবাদ সম্মেলন করেছে। আজ ২ ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে শেরপুর পৌরশহরের খাদ্যগুদাম এলাকায় আওয়ামী লীগের একাংশ, যুবলীগসহ বিভিন্ন অঙ্গসংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান মো. ছানুয়ার হোসেন ছানু, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ অদু, অ্যাডভোকেট মো. আখতারুজ্জামান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামসুন্নাহার কামাল, জেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক যথাক্রমে মো. আব্দুল কাদির, মো. শফিকুল ইসলাম মিজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইফতেখার হোসেন কাফি জুবেরী, জেলা যুবলীগ সভাপতি হাবিবুর রহমান হাবিব, জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট ফারহানা পারভীন মুন্নি প্রমুখ। 
অপরদিকে শুক্রবার দুপুরে পৌর নিউমার্কেটে অবস্থিত একটি হোটেলে শেরপুর জেলা ছাত্রলীগের নবগঠিত সাধারণ সম্পাদক মতিউর রহমান মতিনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে জেলা আওয়ামী লীগের উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে লিখিত বক্তব্য রাখেন শেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সরকার দলীয় হুইপ ও সংসদ সদস্য মো. আতিউর রহমান। লিখিত বক্তব্যে তিনি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটি কর্তৃক শোয়েব হাসান শাকিলকে সভাপতি এবং মতিউর রহমান মতিনকে সাধারণ সম্পাদক করে জেলা ছাত্রলীগের কমিটির অনুমোদন দেয়ার পরপরই বিএনপি-জামায়াতের সাথে আতাতকারী একটি কুচক্রী মহল শেরপুরে হরতাল আহ্বান করে শেরপুরকে অস্থিতিশীল করে বর্তমান সরকার, আওয়ামী লীগ ও ছাত্রলীগকে বিব্রত করার অপপ্রয়াস চালায়। কিন্তু প্রশাসনের সুদৃঢ় অবস্থানের কারণে তা বাস্তবায়ন করতে পারেনি।

অনলাইন আপডেট

আর্কাইভ