শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

চুয়াডাঙ্গা জেলা পরিষদের উদ্যোগে গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে চেক বিতরণ

চুয়াডাঙ্গা (সদর) সংবাদদাতা: চুয়াডাঙ্গা জেলা পরিষদ গরিব মেধাবী ১৪৯ জন ছাত্র-ছাত্রী মাঝে শিক্ষাবৃত্তির ৫ লাখ ৫৩ হাজার টাকার চেক প্রদান করেছে। সোমবার জেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কৃতি শিক্ষার্থীদের হাতে চেক তুলে দেন।
এ চেক বিতরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে জেলা পরিষদ চেয়ারম্যান শেখ সামসুল আবেদীন খোকনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল ইমাম হাসান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন, চুয়াডাঙ্গা সরকারি কলেজের অধ্যক্ষ মো. কামরুজ্জামান ও সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ নওরোজ মো. সাঈদসহ অতিথিরা বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরজাহান খানম। 
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ বলেন ‘স্বীকৃতি পাই যারা তারা খারাপ হতে পারে না। তারা প্রত্যেকে ভালো মানুষ হবে। দেশ ও চুয়াডাঙ্গার মুখ উজ্জ্বল করবে। অন্যকে ক্ষতি করে উপরে উঠা যায় না। অন্যকে সহযোগিতা করে উপরে উঠতে হয়।’

অনলাইন আপডেট

আর্কাইভ