বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

সিরিজ আয়োজনে মালয়েশিয়ায় চোখ পিসিবির

হোম সিরিজ আয়োজনে এবার পাকিস্তান ক্রিকেট বোর্ডর (পিসিবি) চোখ মালয়েশিয়ায়। সন্ত্রাস কবলিত পাকিস্তান দীর্ঘ দিন যাবত হোম সিরিজগুলো সংযুক্ত আরব আমিরাতে(ইউএই) আয়োজন করে আসছে। তবে ইউএই দীর্ঘ মেয়াদী চুক্তি দাবী করলে পিসিবি ভবিষ্যত হোম সিরিজগুলো মালয়েশিয়ায় আয়োজনের চিন্তা করছে। স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলের এক অনুষ্ঠানে পিসিবি চেয়ারম্যান নাজাম শেঠি এ তথ্য জানান। শেঠি জানান একটি আন্তর্জাতিক সিরিজ আয়োজনে সেখানকার স্টেডিয়াম ও প্রয়োজনীয় অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টি পর্যালোচনা করতে আগামী মাসে তিনি মালয়েশিয়া সফরে যাবেন। এমিরেটস ক্রিকেট কর্তৃপক্ষ দীর্ঘ মেয়াদী একটি চুক্তি করতে বলছেন, যা আমাদের জন্য সম্ভব নয় বলেও জানান তিনি। শেঠি বলেন ফেব্রুয়ারী-মার্চে ইউএইতে পাকিস্তান সুপার লীগের(পিএসএল) তৃতীয় আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং জানুয়ারীতে আফগানিস্তানও তাদের নিজস্ব লীগ আয়োজনের পরিকল্পনা করছিল। যে কারণে সেখানে আমাদের ক্রিকেট অব্যাহত রাখা কঠিন হয়ে যাচ্ছে । এ ছাড়া একটা সিরিজ আয়োজনে সংযুক্ত আরব আমিরাতের তুলনায় মালয়েশিয়ায় খরচও অর্ধেক বলে জানান তিনি। বাসস।

অনলাইন আপডেট

আর্কাইভ