শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

অসাধারণ এক ক্যাচ আফ্রিদির!

স্পোর্টস ডেস্ক : বয়স প্রায় ৩৮ ছুঁইছুঁই। এই বয়সে অনেক ক্রিকেটারই ব্যাট-প্যাড গুছিয়ে অবসর নিয়েছেন। আর শহিদ আফ্রিদি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও বৈশ্বিক টি-২০ লিগগুলোতে ঠিকই খেলে যাচ্ছেন। প্রায়ই তার ব্যাটে ওঠে আগের মত ঝড়। এবার ফিল্ডিংয়েও দারুণ এক ক্যাচ নিয়ে প্রমাণ করলেন বয়সটা আসলেই কিছু নয়। শুক্রবার পাকিস্তান সুপার লিগের (পিএসএল) করাচি কিংস ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের ম্যাচে।

পিএসএলের ইতিহাসে গ্ল্যাডিয়েটর্স কখনোই হারেনি কিংসের কাছে। এদিনও প্রথমে ব্যাট করে আফ্রিদির দল ১৫০ রানে টার্গেট দিয়েছিলো করাচি কিংসকে। এ দিন করাচির ইনিংসের ১৩তম ওভারে পেসার মোহাম্মদ আমিরের বল সোজা ব্যাটে লংঅনের উপর দিয়ে উড়িয়ে মারেন উমর আমিন। প্রথমে দেখে মনে হচ্ছিল বলটি বাউন্ডারি লাইন পেরিয়ে যাবে। ঠিক তখনই এক অবিশ্বাস্য চেষ্টায় লাফিয়ে বাউন্ডারি লাইনে একহাতে ক্যাচটি তালু বন্ধী করেন তিনি। কিন্তু যখন দেখলেন বাউন্ডারি লাইনের ভেতরে চলে যাচ্ছেন তখন বুদ্ধি করে বলটি ভাসিয়ে দিলেন বাতাসে। বাউন্ডারির ভেতর থেকে ফিরে বলটি আবার তালুবন্দি করেন আফ্রিদি। অবিশ্বাস্য এই ক্যাচে ৩১ রানেই থেমে যায় উমরের ইনিংস। পরে গ্ল্যাডিয়েটর্স ম্যাচটিও হারে ১৯ রানে। এই ক্যাচ নেয়ার পর ধারাভাষ্যকার বলেছিলেন, বয়স প্রায় ৩৮। অনেকে বলে ৪৫। এই ক্যাচটি দেখার পর আমি বলব তার বয়স ৩২।

 

অনলাইন আপডেট

আর্কাইভ