শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

পূর্ব বিরোধের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তিকে হত্যার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়া সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জের ধরে নূর আলম- (৪৫) নামে এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার রামরাইল ইউনিয়নের সোহাতা গ্রামে। নূর আলম সোহাতা গ্রামের নূরুল ইসলামের ছেলে।
মৃতের পরিবারের অভিযোগ, বিভিন্ন বিষয় নিয়ে নূর আলমের সাথে একই গ্রামের শাহজালাল এবং খলিল মিয়ারর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে শুক্রবার সন্ধ্যায় শাহজালাল ও খলিলের নেতৃত্বে ৫/৭ জনের একটি দল নূর আলমকে তার ঘরে ঢুকে ধরে নিয়ে যায়। পরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
খবর পেয়ে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। হাসপাতালে মৃতের স্বজনেরা অভিযোগ করে বলেন, পূর্ব বিরোধের জের ধরে নূর আলমকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নবীর হোসেন বলেন, হাসপাতালে একজনের মৃত্যুর খবর পেয়েছি। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোন অভিযোগ দেয়া হয়নি। আমরা তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।

অনলাইন আপডেট

আর্কাইভ