বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

সেনাপ্রধানের বিরুদ্ধে সংবিধান লঙ্ঘনের অভিযোগ খোদ ভারতে

সংগ্রাম ডেস্ক : দিল্লির সঙ্গে ছায়াযুদ্ধের অংশ হিসেবে ইসলামাবাদ পরিকল্পিতভাবে ভারতে বাংলাদেশী অনুপ্রবেশকারী পাঠাচ্ছে- ভারতীয় সেনাপ্রধান বিপিন রাওয়াতের এমন মন্তব্যে বিতর্ক তৈরি হয়েছে আসামের রাজনৈতিক অঙ্গনে। বিপিন রাওয়াতের দাবি, ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে অস্থির রাখতে চীনের সমর্থন নিয়ে বাংলাদেশী অনুপ্রবেশকারীদের ওই এলাকার দিকে ঠেলে দিচ্ছে পাকিস্তান। রাজ্যে মুসলিম জনসংখ্যা বাড়ছে- এমন ইঙ্গিত করে তিনি বলেন, ‘এআইইউডিএফ বলে একটা দল আছে। খেয়াল করে দেখুন, বিজেপি বছরের পর বছর যে গতিতে বেডেেছ, ওরা আসামে তারচেয়েও দ্রুত বেডেেছ।’ ২১ ফেব্রুয়ারি এক অনুষ্ঠানে দেয়া সেনাপ্রধানের এমন বক্তব্যের সমালোচনা করেছে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী (সিপিএম), অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফোরাম (এআইইউডিএফ) এবং মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম)। দলগুলো বলছে, সেনাপ্রধান তার সাংবিধানিক পরিসরের বাইরে গিয়ে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন। এ ঘটনায় প্রেসিডেন্টের হস্তক্ষেপও চেয়েছে তারা।
গত নভেম্বরে এক অনুষ্ঠানে জমিয়তে উলামা হিন্দ নেতা মাওলানা আরশাদ মাদানী মন্তব্য করেন, আসাম হতে যাচ্ছে ভারতের রাখাইন। সামগ্রিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের কথা জানান তিনি। এখন বিপিন রাওয়াতের বিস্ফোরক মন্তব্যের পর ঘুরেফিরে সামনে আসছে আরশাদ মাদানীর সেই আশঙ্কা।
 সেনাপ্রধানের বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে রাজি হয়নি বিরোধী দল কংগ্রেস। তবে দলটি বলেছে, রাষ্ট্রায়ত্ত পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের (পিএনবি) অর্থ জালিয়াতি থেকে জনগণের দৃষ্টি সরাতে শাসক দল বিজেপি যেকোনও কিছু করতে পারে।
সিপিএম-এর পলিট ব্যুরো সদস্য ব্রিন্দা কারাত বলেন, জেনারেল রাওয়াতের বক্তব্য যথার্থ নয়। দৃশ্যত সেনাবাহিনীকে ‘রাজনীতিকীকরণ’-এর লক্ষ্যবস্তুতে পরিণত করা হয়েছে। সংবিধানে সেনাবাহিনী ও রাজনীতির পৃথকীকরণের কথা বলা হয়েছে। তিনি সংবিধানের সীমারেখা অতিক্রম করেছেন। সেনাবাহিনীর সুপ্রিম কমান্ডার হিসেবে ভারতের রাষ্ট্রপতির উচিত এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া এবং এর পুনরাবৃত্তি না হওয়ার বিষয়টি নিশ্চিত করা।
 সেনাপ্রধানের বক্তব্য নিয়ে দ্য টাইমস অব ইন্ডিয়ার কাছে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমোক্র্যাটিক ফোরাম (এআইইউডিএফ) নেতা মাওলানা বদরউদ্দিন আজমল। তিনি বলেন, সংবিধান তাঁকে মহান সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দিয়েছে। কোনও রাজনৈতিক দলের উত্থান-পতন নিরীক্ষণের দায়িত্ব তাকে দেওয়া হয়নি। তিনি সংবিধানে নির্ধারিত সীমারেখা অতিক্রম করেছেন।
মাওলানা বদরউদ্দিন আজমল বলেন, এআইইউডিএফ মুসলিমদের রাজনৈতিক দল নয়। প্রতিটি নির্বাচনে আমরা ২৫ থেকে ৩০টি আসনে হিন্দু ভাইদের প্রার্থী করে থাকি। নির্বাচন কমিশনে তালিকাভুক্ত প্রকৃত ভোটারদের রায়ে আমাদের বিজয় আসে।
আরও পড়ুন:বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের নেপথ্যে পাকিস্তান ও চীন: ভারতীয় সেনাপ্রধান
টুইটারে দেওয়া এক পোস্টে তিনি প্রশ্ন ছুড়ে দেন, ‘গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ মূল্যবোধের ভিত্তিতে তৈরি একটি রাজনৈতিক দল বিজেপির চেয়ে দ্রুত এগিয়ে গেলে সেনাপ্রধানের তাতে মাথাব্যথা কেন? জেনারেল বিপিন রাওয়াত রাজনৈতিক বিবৃতি দিয়েছেন। এটা বিস্ময়কর। বড় বড় দলগুলোর অপশাসনের জন্যই বাডছে এআইইউডিএফ, আমআদমি’র মতো বিকল্প দলগুলো।’
এআইইউডিএফ বিধায়ক আমিনুল ইসলাম বলেন, তাদের দল শোষিত, নিচুতলার মানুষের জন্য লড়ছে বলেই বিজেপির চেয়ে দ্রুত বাডছে। আসামের মানুষ জাতি-ধর্ম নির্বিশেষে এআইইউডিএফকে বিপুল সমর্থন করবে এবং আমাদের দল একদিন রাজ্যে ক্ষমতায় আসবে।
কংগ্রেস নেতা ও রাজ্যসভায় বিরোধীদলীয় নেতা গোলাম নবী আজাদ বলেন, এ বিষয়ে আমি মন্তব্য করতে চাই না। শুধু এটা বলতে চাই, আসন্ন দিনগুলোতে অনেক ভয়ানক ব্যাপার শুনতে পাবেন। পিএনবি কেলেঙ্কারি থেকে মানুষের দৃষ্টি ভিন্ন দিকে সরাতে তারা যেকোনও কিছু করবে।
মজলিশ-ই-ইত্তেহাদুল মুসলেমিন (মিম) নেতা ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি জানতে চেয়েছেন, ভারত সরকার সেনাপ্রধানের এই বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করে কিনা। তিনি বলেন, দৃশ্যত সরকারের আদেশে এমন বক্তব্য দেওয়া হয়েছে। সেনাবাহিনীকে রাজনীতিকীকরণের মতো বিষবাষ্প না ছড়ানোর আহ্বান জানান এই রাজনীতিক।
ব্যারিস্টার আসাদউদ্দিন ওয়াইসি বলেন, ‘একটি রাজনৈতিক দলের উত্থানের ব্যাপারে মন্তব্য করা সেনাপ্রধানের কাজ নয়। গণতন্ত্রে ও সংবিধানে রাজনীতির অধিকার আছে। সেনাপ্রধানের তাতে হস্তক্ষেপ করা উচিত নয়। সেনাবাহিনীকে সবসময় নির্বাচিত জনপ্রতিনিধিদের নেতৃত্বে কাজ করতে হয়।’
 জেনারেল বিপিন রাওয়াতের ওই বক্তব্য নিয়ে কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন। ২৩ ফেব্রুয়ারি শুক্রবার লখনৌতে এক অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কোনও একটা বিষয়ে কেউ কিছু বলেছেন বা বলছেন। এসব নিয়ে আমি কোনও মন্তব্য করতে চাই না। আমি মন্তব্য করবইবা কেন?’
বিতর্ক বাড়তে থাকায় সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, জেনারেল রাওয়াতের বক্তব্যে রাজনীতি বা ধর্মের কোনও ব্যাপার নেই। তিনি সেমিনারে শুধু সেখানকার পরিস্থিতি ও সংহতির প্রসঙ্গ উল্লেখ করেছেন। তবে মাওলানা বদরউদ্দিন আজমল বলছেন, যদি রাজনৈতিক কিছু না হয় তাহলে সেনাপ্রধান তার ভাষণে কেন রাজনৈতিক দলকে টেনে আনলেন, যার প্রতিনিধিরা ভারতীয় নাগরিকদের দ্বারা গণতান্ত্রিকভাবে নির্বাচিত হয়েছেন?’
উল্লেখ্য, ২১ ফেব্রুয়ারি দেওয়া ওই বক্তব্যে জেনারেল রাওয়াত বলেন, ‘আমাদের পশ্চিমা প্রতিবেশীর (পাকিস্তান) কারণে পরিকল্পিতভাবে অবৈধ অভিবাসন চলছে। তারা সবসময় এই এলাকাকে নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবে এবং সেটা নিশ্চিত করতে চাইবে। বিভিন্ন মাত্রায় ছায়াযুদ্ধ চালাতে চায় তারা। আমি মনে করি, আমাদের উত্তরাঞ্চলীয় সীমান্তের (চীন) সমর্থন নিয়ে পশ্চিমা প্রতিবেশী এই ছায়াযুদ্ধের খেলাটা ভালোই খেলে। এ এলাকাকে অস্থির রাখতে চায় তারা।’
প্রসঙ্গত, মুসলিম স্বার্থরক্ষার দাবি করে ২০০৫ সালে গঠিত হওয়া দলটি থেকে বর্তমানে তিনজন লোকসভা সদস্য ও ১৩ জন বিধায়ক রয়েছেন। আসামে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, এমন জেলার সংখ্যা পাঁচ থেকে বেড়ে ৯ হয়েছে। এ তথ্য উল্লেখ করে ভারতীয় সেনাপ্রধান বলেন, ‘ওখানকার জনবিন্যাস এখন আর বদল করা সম্ভব বলে মনে করি না। পাঁচ থেকে বেড়ে আট বা ৯টি জেলায় এমন হলে সরকারে যে-ই থাকুক, বিপর্যয় কিন্তু ঘটেছে।’
এ ব্যাপারে ভারতের সাবেক সেনাপ্রধান অবসরপ্রাপ্ত জেনারেল শংকর রায় চৌধুরীর সঙ্গে কথা হয় ডয়চে ভেলে’র। তিনি বলেন, ‘আমি মনে করি না জেনারেল রাওয়াত কোনও রাজনৈতিক মন্তব্য করেছেন। ভারত একটি প্রক্সি ওয়ারের মুখোমুখি। এটি সামরিক যুদ্ধ নয়। এটি রাজনৈতিক-সামরিক যুদ্ধ।’
 জেনারেল শংকর রায় চৌধুরী বলেন, উত্তর-পূর্ব ভারতে দ্বিমুখী পরিস্থিতি বিরাজ করছে। একদিকে আমাদের উত্তরের প্রতিবেশী চীন আর একদিকে বাংলাদেশ। বিশেষ কোনও রাজনৈতিক দলের সহযোগিতায় বাংলাদেশ থেকে আসামে অভিবাসী হিসেবে লোক পাঠিয়ে দেওয়া এবং এর মাধ্যমে সেখানকার নৃতাত্তি¦ক জনগোষ্ঠীর কাঠামো বদলে দেওয়া পাকিস্তানের দীর্ঘদিনের পরিকল্পনা।

অনলাইন আপডেট

আর্কাইভ