শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প

ইবনে সিনা ডায়াগনোস্টিক এন্ড কনসালটেশন সেন্টার বাড্ডা শাখায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইবনে সিনা ট্রাস্টের জিএম এন্ড হেড অব মার্কেটিং এ.এন.এম. তাজুল ইসলাম।  প্রধান অতিথির  বক্তব্যে তিনি বাংলা ভাষাকে মাতৃভাষা হিসেবে প্রতিষ্ঠার জন্য যারা জীবন উৎসর্গ করেছেন সেসব বীর সৈনিকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং তাদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন তুলনামুলক কম খরচে সর্বস্তরের মানুষের আধুনিক ও উন্নততর চিকিৎসাসেবা নিশ্চিত করতে ইবনে সিনা ট্রাস্ট প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের সকল পরীক্ষা-নিরীক্ষায় ৩৫% ডিসকাউন্ট প্রদানের ঘোষণা দেন। সেন্টারের এডমিন ইনচার্জ নিয়াজ মাখদুম শিবলী-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিশুরোগ বিশেষজ্ঞ  প্রফেসর ডা: সৈয়দা আফরোজা বেগম, ইবনে সিনা ট্রাস্টের এজিএম  ডেভেলপমেন্ট এন্ড প্রজেক্ট কো-অর্ডিনেটর নূরে আলম সবুজ। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ট্রাস্টের ডেপুটি ম্যানেজার মার্কেটিং গাজী মোঃ তরিকুল ইসলাম, সিনিয়র এসিস্ট্যান্ট ম্যানেজার ফারুক হোসাইন, বাড্ডা জোন মার্কেটিং ইনচার্জ মোঃ সোহেল রানা প্রমুখ।

দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসকগণ সম্পূর্ণ বিনামূল্যে  সহ¯্রাধিক রোগী দেখেন ও ব্যবস্থাপত্র প্রদান করেন। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ