শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

এডিবি’র প্রেসিডেন্ট তাকিহিকু নাকাও’র টঙ্গী-ভৈরব ডবল লাইন ও নরসিংদী পৌরসভা পরিদর্শন

নরসিংদী সংবাদদাতা : এশিয়ান উন্নয়ন ব্যাংকের (এডিবি) প্রেসিডেন্ট মি. তাকিহিকু নাকাও গতকাল মঙ্গলবার টঙ্গী-ভৈরব বাজার ডাবল লাইন নির্মাণ প্রকল্পের কাজ পরিদর্শন করেছেন। সকালের দিকে তিনি ঢাকা থেকে একটি স্পেশাল ট্রেনে করে ভৈরব যান। এসময় তার সাথে ছিলেন, এডিবি’র কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ, এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী ইফতেখার আহমেদ, সিআরডিপির প্রকল্প পরিচালক আহসান হাবীব, এডিবি’র সিনিয়র প্রকল্প অফিসার ইলমা মোরশেদ এবং রেলওয়ের উর্ধতন কর্মকর্তাগণ। ভৈরব সফরকালে তিনি এডিবি’র অর্থায়নে নির্মিত  ভৈরব রেলষ্টেশন, কমলপুর হাজ্বী জহির উদ্দিন স্কুল এবং আশুগঞ্জ পাওয়ার প্ল্যান্ট পরিদর্শন করেন। দুপুরে তিনি সেখান থেকে সড়পথে ঢাকা-সিলেট মহাসড়ক হয়ে নরসিংদী পৌরসভা কার্যালয়ে যান। সেখানে তাকে অভ্যর্থনা জানান নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল, এজিইডির নির্বাহী প্রকৌশলী রায়হান সিদ্দিকসহ পৌরসভার কর্মকর্তা কর্মচারীগণ। প্রেসিডেন্ট তাকিহিকু নাকাও পৌরসভা পরিদর্শনকালে পৌরসভার সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করে। এতে বক্তৃতা করেন প্রেসিডেন্ট তাকিহিকু নাকাও, নরসিংদী পৌর মেয়র কামরুজ্জামান কামরুল। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নরসিংদী পৌরসভা নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম, নরসিংদী পৌরসভার সচিব মাহফুজুর রহমান, নরসিংদী পৌরসভা মেডিকেল অফিসার ডা: মো: সাজেদুল হক, হিসাব রক্ষণ কর্মকর্তা হুমায়ুন রশীদ চৌধুরী, সহকারী প্রকৌশলী সাহেদ আক্তার, নরসিংদী পৌর কর্মকর্তা/কর্মচারী এসোডিসেয়শনের সাধারণ সম্পাদক হোসাইন লিটন, ঠিকাদার জামিল ইকবাল ও নজরুল ইসলাম প্রমুখ। আলোচনা সভা চলাকালে পৌর কর্তৃপক্ষ এডিবি’র অর্থায়নে বাস্তবায়িত ও বাস্তবায়নাধীন প্রকল্পসমূহ সম্পর্কে তাকে ধারণা প্রদান করেন। পৌর কর্তৃপক্ষ শহরের পরিষ্কার-পরিচ্ছন্তা সংরক্ষণ, মেঘনার পানি শোধনাগারের মাধ্যমে পরিশোধিত করে শহরের মানুষের খাবার পানি হিসেবে সরবরাহকরণসহ বিভিন্ন রাস্তাঘাটের সৌন্দর্যবর্ধন সহ সুন্দরভাবে নির্মাণ সম্পর্কে জানানো হলে প্রেসিডেন্ট তাকিহিকু নাকাও এসব কাজের প্রশংসা করেন। এর আগে তিনি নরসিংদী জেলা শহরের খাটেহারা ব্রিজ থেকে মুক্তি চত্বর হয়ে পৌরসভা গেইট পর্যন্ত ২ লেনের প্রশ্বস্ত রাস্তা পরিদর্শন করেন। মফস্বল শহরে এত সুন্দর ও প্রশ্বস্ত রাস্তা দেখে তিনি প্রশংসা করেন। বিকেল সাড়ে ৩ টায় তিনি পৌরসভা থেকে প্রাইভেটকারযোগে নরসিংদী রেলষ্টেশনে প্রবেশ করেন। এ সময় নরসিংদী রেলওয়ে ষ্টেশন মাষ্টার মইদুর রহমানসহ ষ্টেশনের কর্মকর্তা কর্মচারীরা তাকে স্বাগত জানায়। পরে সেখানে তার জন্য অপেক্ষমান একটি স্পেশাল ট্রেনে উঠে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় তার সাথে ছিলেন,  রেলওয়ের অতিরিক্ত মহা-পরিচালক (অপারেশন) মিয়া জাহান, অতিরিক্ত মহা-পরিচালক (অবকাঠামো) কাজী রফিকুল আলম, বিভাগীয় বাণ্যিজ্যিক কর্মকর্তা মো: সফিকুল ইসলাম, বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ঢাকা) মাহবুবু রহমান, বিভাগীয় সংকেত প্রকৌশলী তারেক মো: শামস তুষার, বিভাগীয় টেলিযোগাযোগ প্রকৌশলী মো: জাকারিয়া প্রমুখ।

অনলাইন আপডেট

আর্কাইভ