বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ময়মনসিংহে দুই প্যাথলজি-হাসপাতালকে ২ লাখ টাকা জরিমানা

ময়মনসিংহ সংবাদদাতা : ময়মনসিংহ নগরীর দু’টি প্যাথলোজি ও প্রাইভেট হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার  বিকেলে র‌্যাব-১৪ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেয়াদোত্তীর্ণ এবং অনুমোদনহীন প্যাথলোজিক্যাল তরল সরঞ্জামাদী, অপরিকল্পিত ও অপরিচ্ছন্ন অবস্থায় ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার দায়ে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেছেন।এতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সহকারী পরিচালক (এএসপি) গৌতম দেবের নেতৃত্বে দুই প্যাথলোজি ও প্রাইভেট হাসপাতালে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে রংধনু প্যাথোলজি সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো নোমান মিয়াকে (৩৯) ভোক্তা অধিকার আইন/২০০৯ এর ৫২/৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল্লাহ আল-জাকির।একই সঙ্গে স্থানীয় শুভেচ্ছা প্রাইভেট হাসপাতালের পরিচালক মো আমির হামজাকে (৪০) ভোক্তা অধিকার আইন/২০০৯ এর ৫৩ ধারায় এক লাখ টাকা জরিমানা করেছেন তিনি।ভরসা ডায়াগনস্টিক সেন্টারটি’র মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন প্যাথলোজিক্যাল তরল সরঞ্জামাদী জব্দের পর সিলগালা করে দেওয়া হয়েছে।
শীর্ষ  মাদক ব্যবসায়ী গ্রেফতার : ময়মনসিংহ নগরীর সানকিপাড়া এলাকায় অভিযান চালিয়ে শীর্ষ মাদক ব্যবসায়ী রাব্বি হোসেন পাপ্পুকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। গ্রেফতারকালে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির নগদ ২ লক্ষ্য টাকা ও মাদক ব্যবসায় ব্যাবহƒত একটি মোবাইল সেট উদ্ধার করা হয়। সে নগরীর কলেজ রোড এলাকার বাসিন্দা বলে জানা গেছে।  সোমবার দিবাগত  রাতে নগরীর সানকিপাড়া নতুনপল্লী এলাকায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন ময়মনসিংহ র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক এএসপি মোঃ হাফিজুল ইসলাম বাবুর নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তিনি জানান, র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, নগরীর সানকিপাড়া নতুন পল্লী এলাকার স্থানীয় বাসিন্দা মোফাকারুল ইসলামের ভাড়াটিয়া পাপ্পু অবৈধভাবে মাদকদ্রব্যসহ অবস্থান করছে। পরে সেই তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ভোররাত সাড়ে ৪ টার দিকে অভিযান পরিচালনা করেন। অভিযান চলা কালীন সময়ে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে শীর্ষ মাদক ব্যবসায়ী রাব্বি হোসেন পাপ্পু (২০)। পরে তাকে গ্রেফতার করা হয়। এ সময় পাপ্পুর দেহ তল্লাশী করে ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বিক্রির ২ লক্ষ্য টাকা ও মাদক ব্যবসায় ব্যাবহৃত একটি মোবাইল সেট উদ্ধার করে র‌্যাব। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য রয়েছে ৬০ হাজার টাকা। মঙ্গলবার দুপুরে আসামীর বিরুদ্ধে ১৯৯০ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিলের ৯(খ) ধারা মোতাবেক কোতুয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে তাকে ময়মমসিংহের একটি আদালতে সোপন্দ করা হয়েছে বলেও জানিয়েছেন র‌্যাবের এই কর্মকর্তা।

অনলাইন আপডেট

আর্কাইভ