শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গুজরাটে মুসলিম নারীর আঙুল ও সন্তানের হাত কাটলো বাজরং দল কর্মীরা

৬ মার্চ, ডেইলি সিয়াসাত : ঘর থেকে বের না হওয়ার হুমকি না মানায় গুজরাটে এক মুসলিম নারীর আঙুল ও তার সন্তানের হাত কেটে দিয়েছে ভারতের চরমপন্থী সংগঠন বাজরং দলের কর্মীরা। সংগঠনটির পক্ষ থেকে তাদের ওপর জারিকৃত নিষেধাজ্ঞাটি না মানায় এমন নৃশংসতার বলি হতে হলো। ছোট্ট একটি ঝগড়াকে কেন্দ্র করে এমন হুঁশিয়ারি দেয়া হয়েছিল। তবে ঝগড়ার কারণ কী ছিল জানা যায়নি। গতকাল মঙ্গলবার ভারতের উর্দু সংবাদপত্র ডেইলি সিয়াসাতের খবরে বলা হয়, গুজরাটের গান্ধীনগর জেলায় চাতরাল শহরে এমন ঘটনা ঘটে। আক্রান্ত রোশনি বিবির (৫২) শাহাদাত ও মধ্যমা আঙুল ও তার সন্তান ফরজানের (৩২) হাত কেটে দেওয়া হয়েছে। স্থানীয়রা জানান, গত ৬ ডিসেম্বর থেকে ওই এলাকায় সাম্প্রদায়িক দাঙ্গা চলে আসছিল। সম্প্রতি তা আরও বেড়ে গিয়েছে। গত রোববার রাতে একটি ঝগড়ার পর পরিস্থিতি আরও চরমে পৌঁছে গিয়েছিল। রোববার রাতেই তাদের ঘর থেকে বের না হওয়ার হুমকি দিয়েছিল বাজরং দল। পরবর্তীতে পোষা প্রাণীদের জন্য ঘাস আনতে গেলে বাজরং দল কর্মীরা তাদের ওপর আক্রমন করে বসে।

অনলাইন আপডেট

আর্কাইভ