বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

বেলকুচিতে তাফসির মাহফিল ও শিশুদের ক্বিরাত প্রতিযোগিতা

বেলকুচি (সিরাজগঞ্জ) সংবাদদাতা : বুধবার বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ী দাখিল মাদরাসা ও এতিমখানার উন্নয়নকল্পে মাদরাসা ময়দানে তাফসির মাহফিল ও শিশুদের ক্বেরাত প্রতিযোগিতার আয়োজন করা হয়। বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ অধ্যক্ষ আলী আলমের সভাপতিত্বে প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মোফাচ্ছেরে কুরআন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড, মাওলানা মোঃ ফয়জল হক, দ্বিতীয় বক্তা সিরাজগঞ্জ সবুজ কানন স্কুল এন্ড কলেজের প্রভাষক মাওলানা মোঃ লুৎফর রহমান, প্রধান অতিথি ইঞ্জিনিয়ার আঃ কাইয়ুম হক (সনেট) ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেলকুচি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আরিফুল ইসলাম সোহেল, ধুকুরিয়াবেড়া ইউপি চেয়ারম্যান মোঃ মাহবুবুর রশিদ শামীম, রায় দৌলতপুর ইউপি চেয়ারম্যান মোঃ লুৎফর রহমান, স্বলপ ইউপির সাবেক চেয়ারম্যান অধ্যাপক সহিদুল ইসলাম, অধ্যাপক নূরুন্নবী সরকার, অধ্যাপক গোলাম আজম ও মাওলানা আঃ রাজ্জাক প্রমুখ। উল্লেখ্য, বেলকুচি উপজেলার বিশ্বাসবাড়ী হাফিজিয়া মাদরাসার ২৫ জন (৫ থেকে ১৩ পারা পর্যন্ত) হাফেজ উক্ত তাফসির মাহফিল শুরুর পূর্বে ক্বেরাত প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। এ প্রতিযোগিতায় ১ম, ২য় ও তৃতীয় স্থানকারীদের মাঝে পুরস্কার তুলে দেন আলহাজ্ব অধ্যক্ষ মোঃ আলী আলম। ১ম পুরস্কারটি পেয়েছেন ৬ বছরের শিশু ১০ পারা হাফেজ মোঃ রমজান আলী।

অনলাইন আপডেট

আর্কাইভ