শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নারীশিক্ষা বিস্তারে শেখ বদিউজ্জামান (রহ.) দাখিল মহিলা মাদ্রাসা আলিম পর্যন্ত উন্নীতকরণের আবেদন

দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা : তিতাস উপজেলার কালাই গোবিন্দপুর  শেখ বদিউজ্জামান (রহ.) দাখিল মহিলা মাদ্রাসাকে আলিম পর্যন্ত উর্ত্তীণের জন্য সরকারের যথাযথ কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছে প্রতিষ্ঠানের সংশ্লিষ্টজন, অভিভাবক মহল ও শিক্ষার্থীবৃন্দ। সম্প্রতি মাদ্রাসা মাঠে আয়োজিত এক অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে বক্তরা বলেন, নৈতিক ও বিজ্ঞানের সময়োপযোগী শিক্ষা বিস্তারে নারী সমাজের উন্নয়ন সম্ভব। শুধু বিজ্ঞান চর্চা করে বৈজ্ঞানিক উন্নয়ন সম্ভব হলেও নৈতিক শিক্ষার সমন্বয় না হলে ইহকাল ও পরকাল কোথাও সুখী হওয়া সম্ভব নয়। অনুষ্ঠানস্থলের ৪০ কিলোমিটারে মধ্যে কোনো মহিলা আলিম মাদ্রাসা না থাকার দাবি করে এ মাদ্রাসাকে আলিমে উত্তীর্ণের মাধ্যমে একটি দৃষ্টান্ত স্থাপনে বক্তরা সরকারের প্রতি জোর দাবি জানায়। মাদ্রাসা প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ¦ মো. ফজলুর রহমান সিকদারের সভাপতিত্বে সমাবেশে  প্রধান অতিথির বক্তব্য রাখেন, সি.আই.পি. সেলিমা আহমাদ মেরী, বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাজ্জাত হোসেন সিকদার, মনিরুল ইসলাম, সেলিম সবুজ, মোশাররফ হোসেন, মাদ্রাসা সুপার মাওলানা মো. সেলিম মিয়া ফখরুল, সহকারী সুপার মাওলানা আবু ইউসুফ, মাওলানা ওবায়দুল হক, জসিম উদ্দীন মাষ্টার। বাংলা, ইংরেজি ও আরবিতে যথাক্রমে আমেনা আক্তার, খাদিজাতুল কোবরা ও আফরোজা আক্তার বক্তব্য রেখে সকলকে মুগ্ধ করেন। উল্লেখ্য, ১৮জন অভিজ্ঞ শিক্ষক ও ৪জন কর্মচারী দ্বারা পরিচালিত মাদ্রাসাটি বরাবরই ভালো ফলাফল করে জেলায় বিশেষ স্থান দখল করেছে। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মো. ফজলুর রহমান (মিন্টু স্যার) জামাতে মদিনা নামে একটি ইসলামী কমপ্লেক্স প্রতিষ্ঠা করেছেন। এতে ওয়াকফ্কৃত জমির মধ্যে গণ কবরস্থান, প্রাইমারী স্কুল, কওমী মাদ্রাসা, এতিম খানা, মহিলা হাফিজিয়া মাদ্রাসা, মহিলা এতিম খানা, মাদ্রাসা মসজিদ, কবরস্থান মসজিদ, ইসলামী পাঠাগার ও  পাঙ্গাশিয়া ঈদগাহ্ সংস্কারে বিশেষ ভূমিকা রেখে অন্যন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি।

অনলাইন আপডেট

আর্কাইভ