বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

জমি সংক্রাস্ত বিরোধেই খুন হন চুনারুঘাটের ব্যবসায়ী সমিতির সভাপতি আকল মিয়া!

হবিগঞ্জ সংবাদদাতা: হবিগঞ্জের চুনারুঘাট ব্যবসায়ী সমিতির সভাপতি, আহলে সুন্নাতওয়াল জামাত চুনারুঘাট উপজেলার সভাপতি, ও প্রবীণ মুরব্বী আলহাজ্ব আবুল হোসেন আকল মিয়াকে (৬৮) জমি সংক্রান্ত বিরোধের জের ধরেই খুন করা হয়েছে বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
শহরের বাল্লা রোডে সাড়ে ৫ শতক জমি নিয়ে বিরোধ থেকেই প্রভাবশালীর সহযোগিতায় শহরের ধান চাল ব্যবসায়ী রঞ্জন পালের নেতৃত্বে তাকে হত্যা করা হয়েছে বলে দাবী করা হয়েছে।
শুক্রবার (০২ মার্চ) দিবাগত রাতে নিহতের ছেলে নাজমুল ইসলাম বাদী হয়ে ৪ জনের নামে এবং অজ্ঞাত আরো অনেকে জড়িত উল্লেখ করে মামলা দায়ের করেন।
মামলায় বাজারের ব্যবসায়ী রঞ্জন পাল, পৌর কমিশনার চন্দনা গ্রামের কুতুব আলী ও শহরের মধ্যবাজারে উচ্ছেদকৃত মা ভেরাইটিজ স্টোরের দোকান মালিক জসিম উদ্দিন শামীম এবং আমকান্দি গ্রামের সুমন মিয়াকে আসামী করা হয়েছে।
এদিকে এ ঘটনায় ডিবি পুলিশ এজাহারভুক্ত ৪নং সুমন মিয়া নামে একজনকে গ্রেফতার করেছে। সে পৌর এলাকার উত্তর আমকান্দি গ্রামের মফিজুল হকের পুত্র। সে পেশায় অটোরিক্সা চালক।
পুলিশ ঘটনার দিন সকালেই তার ভাড়াটিয়া অটোরিক্সাটি (সিএনজি) শহরের সতং রোড এলাকা থেকে উদ্ধার করে।
অটোরিক্সা উদ্ধারের ২ দিনের মাথায়ই সে গ্রেফতার হলো।

অনলাইন আপডেট

আর্কাইভ