বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

ভারত সফর শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি

বিডিনিউজ : ভারতে ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের (আইএসএ) ‘ফাউন্ডিং কনফারেন্সে' অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গতকাল সোমবার বিকাল ৪টার পরে জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা পৌঁছান রাষ্ট্রপতি।
বিমানবন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ও সমাজকল্যাণ মন্ত্রী রাশেদ খান মেনন।
এছাড়া ডিপ্লোম্যাটিক কোরের ডিন, তিন বাহিনীর প্রধানসহ পদস্থ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে নয়াদিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর থেকে স্থানীয় সময় ১.২৫ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা দেন আবদুল হামিদ।
সৌর বিদ্যুত সম্পর্কিত জোটের সম্মেলনে যোগ দিতে গত ৮ মার্চ ভারত পৌঁছান আবদুল হামিদ। ওইদিন আসামের রাজধানী গুয়াহাটিতে নামেন রাষ্ট্রপতি।
সেখানে আসামের রাজ্যপাল জগদীশ মুখী ও মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনওয়াল রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করেন।
৯ মার্চ মেঘালয়ে যান রাষ্ট্রপতি। সেখানে ১৯৭১ সালের স্মৃতিবিজড়িত বালাট এলাকা পরিদর্শন করেন রাষ্ট্রপতি।
পরদিন দিল্লী পৌঁছান আবদুল হামিদ। ওইদিন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের দেয়া নৈশভোজে অংশ নেন তিনি।
পরদিন নয়াদিল্লীর রাষ্ট্রপতি ভবন কালচারাল সেন্টারে সোলার অ্যালায়েন্সের সম্মেলনে ভাষণ দেন আবদুল হামিদ।
একইদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৈঠক করেন বাংলাদেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে।

অনলাইন আপডেট

আর্কাইভ