শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

কাজিপুরে ব্যাপক রবি ফসল চাষের পরিকল্পনা

কাজিপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা: চলতি মওসুমে কাজিপুর উপজেলায় ব্যাপক রবি ফসলের চাষের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। উপজেলায় এ বছর বোরো ধানের লক্ষ্য মাত্রা নির্ধারন করা হয়েছে ১৩ হাজার ৩৭০ হেক্টর জমি।এর মধ্যে হাইব্রিড জাতের বোরো ৭৫০ হেক্টর এবং উপশি জাতের ১২ হাজার ৬২০ হেক্টর জমি।
ভুট্টা  চাষের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ৭০৫০ হেক্টর অর্জিত মাত্রা হয়েছে ৭০১০ হেক্টর জমি, আখের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮০ হেক্টর জমি, অর্জিত হয়েছে ১১৫ হেক্টর জমি। চীনা বাদামের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৯১০ হেক্টর অর্জিত মাত্রা ৮৫ হেক্টর   জমি, পেয়াজের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ১৫০ হেক্টর জমি, অর্জিত হয়েছে ১৭০ হেক্টর জমি, ডাটা পেয়াজের  লক্ষ্য মাত্রা ১৮০ হেক্টর অর্জিত ১৫০ হেক্টর জমি, গম চাষের লক্ষ্যমাত্রা ধরা ৮৭০ হেক্টর জমি, অর্জিত হয়েছে ৮১০ হেক্টর জমি, মিষ্টি আলুর লক্ষ্যমাত্রা ধরা ১৩০ হেক্টর অর্জিত হয়েছে ১০৫ হেক্টর জমি, গোল আলুর লক্ষ্যমাত্রা ছিল ৩৫০ হেক্টর জমি, অর্জিত হয়েছে ৩০০ হেক্টর জমি, সরিষা চাষের লক্ষ্যমাত্রা ছিল ৯৬০ হেক্টর জমি, অর্জিত ১ হাজার হেক্টর জমি, শাক শবজির লক্ষ্য মাত্রা ছিল ৯৬০ হেক্টর জমি, অর্জিত হয়েছে ৯৫০ হেক্টর জমি, রসুন চাষের লক্ষ্য মাত্রা ধরা হয়েছে ৭৫ হেক্টর অর্জিত হয়েছে ৭০ হেক্টর জমি, তিসির লক্ষ্য মাত্রা ছিল ৪৫ হেক্টর জমি,অর্জিত হয়েছে ৫০ হেক্টর জমি,খেসারি কলাই লক্ষ্যমাত্রা ছিল ৪১০ হেক্টর জমি, অর্জিত হয়েছে ৪৯০ হেক্টর জমি, মুশুর কলাই লক্ষ্যমাত্রা ছিল ৯৮০ হেক্টর জমি, অর্জিত হয়েছে ৮৫০ হেক্টর জমি, মরিচ লক্ষ্যমাত্রা ছিল ৮৯০ হেক্টর জমি, অর্জিত হয়েছে ৭৯০ জমি। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো: মামুনুর রহমানের সাথে আলাপ  করলে তিনি জানান ঠিক মতো পানি, সার ও কীটনাশক প্রয়োগ করলে ও আবহাওয়া অনুকুলে থাকলে ফলন খুব ভালো হবে।

অনলাইন আপডেট

আর্কাইভ