শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

বিনামূল্যে ২০ শিশুর সুন্নাতে খাৎনা করল ইনসাফ বারাকাহ হাসপাতাল

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে গত শনিবার ২০ শিশুর বিনামূল্যে সুন্নাতে খাৎনা সম্পন্ন করেছে ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতাল। বিশিষ্ট ইউরোলজিস্ট প্রফেসর ডা. এম ফখরুল ইসলাম এর নেতৃত্বে বিশেষজ্ঞ সার্জন গণ সুন্নাতে খাৎনা সম্পূর্ণ করেন। এই উপলক্ষে হাসপাতালের দ্বিতীয় তলায় এক আলোচনা সভার আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পি, বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোশাল, বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের সাবেক ভারপ্রাপ্ত মেয়র ‘জাতির জনক’ বইয়ের লেখক, মিয়া মুজিবুর রহমান, স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ নেতা প্রফেসর ডাঃ এজাজ আহমেদ হিরু। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ২৪, ২৫ ও ৩৫নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর মিসেস নাজমুন্নাহার হেলেনসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান  বিশিষ্ট ল্যাপারোস্কপিক সার্জন অধ্যাপক ডা. মো. মতিয়ার রহমান। স্বাগত বক্তব্য দেন হাসপাতালের এমডি প্রফেসর ডাঃ এম ফখরুল ইসলাম । 

 

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর তার বক্তব্যে বলেন, বারাকাহ হাসপাতাল সাধারণ মানুষের কল্যাণে সারাবছর বিভিন্ন হেলথক্যাম্প, গরিব রোগীদের ফ্রি অপারেশন, ঠোঁটকাটা ও তালুকাটা অপারেশনসহ বিভিন্ন সেবামূলক কর্মসূচি গ্রহণ করে থাকে। অনুষ্ঠানে মনোরঞ্জন ঘোশাল জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণ করেন। এবং বিনামূল্যে সুন্নাতে খাৎনা করায় বারাকাহ হাসপাতালকে ধন্যবাদ দেন। সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. মো. মতিয়ার রহমান জানান, ইনসাফ বারাকাহ কিডনী এন্ড জেনারেল হাসপাতালে গত দেড় যুগ ধরে ল্যাপারোস্কপিক যন্ত্রপাতির মাধ্যমে আধুনিক চিকিৎসার পাশাপাশি সবধরনের রোগীদেরকে উন্নতমানের সেবা দিয়ে আসছে। ইতিপূর্বে এ হাসপাতালের উদ্যোগে ঢাকাসহ দেশের অন্যান্য স্থানে জাতীয় ও আর্ন্তজাতিক বিভিন্ন দিবস উপলক্ষে ফ্রি হেলথ্ ক্যাম্প, কিডনী ক্যাম্পসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ