শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

নাজিরপুরে মন্দির ভাংচুরের প্রতিবাদে স্থানীয়দের মানববন্ধন

নাজিরপুর (পিরোজপুর) সংবাদদাতা : পিরোজপুরের নাজিরপুরের মালিখালী ইউনিয়নের যুগিয়ায় মন্দির ভাংচুরের প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন কর্মসূচির আয়োজন করেছেন। গতকাল শুক্রবার সকালে স্থানীয়দের স্থানীয় যুগিয়া খেয়াঘাট সংলগ্ন রাস্তার ওপর এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। সকাল সাড়ে ১০টায় স্থানীয় প্রবীণ ব্যক্তি অতুল চন্দ্র শিকদারের সভাপতিত্বে শুরু হওয়া এ মানববন্ধন কর্মসূচি সাড়ে ১১টায় শেষ হয়। এতে  বক্তব্য রাখেন শিংখালী  মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানন্দ মিস্ত্রী, শিক্ষক আশুতোষ মিস্ত্রী, সুখময় বিশ্বাস, স্থানীয় ইউপি সদস্য মো. নাছিম শেখ, পঞ্চগ্রাম সনাতনী পরিষদের সভাপতি রুবেল মিশ্র প্রমুখ। স্থাণীয় নারী-পুরুষ অংশগ্রহণে আয়োজিত এ মানববন্ধনে  মন্দিরে হামলা চালিয়ে প্রতিমা ভাংচুরকারীদের গ্রেফতারের দাবি জানানো হয়। উল্লেখ্য গত, ২৬ মার্চ রাতে দুর্বৃত্তরা স্থানীয় যুগিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠের সার্বজনিন মন্দির ও খোয়াঘাটের কালি মন্দিরে হামলা চালিয়ে ২টি মন্দিরের ৫টি প্রতিমা ভাংচুর করে। এ ব্যাপারে থানা পুলিশের অফিসার ইন-চার্জ  (ওসি) মো. হাবিবুর রহমান জানান, এ ঘটনায় মন্দির কমিটি কারো নাম উল্লেখ করে কোন  মামলা না দিলেও পুলিশের উদ্যোগে একটি মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পর সেখানে পুলিশ সুপারসহ আমরা পরিদর্শনে গিয়ে ঘটনার তদন্ত পূর্বক হামলাকারীদের গ্রেফতার প্রক্রিয়া অব্যাহত রাখছি। 

অনলাইন আপডেট

আর্কাইভ