শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

ইতালির শরণার্থী ক্যাম্পে প্রবেশ করে ফরাসি সৈন্যদের নিপীড়ন

১ এপ্রিল, বিবিসি: ইতালি সীমান্তে বার্দোনেশিয়ায় অবস্থিত একটি ক্লিনিকে একটি ভেতর প্রবেশ করে শরণার্থীদের ওপর নিপীড়ন চালানোর অভিযোগ উঠেছে ফরাসি সৈন্যদের বিরুদ্ধে। বেসরকারি দাতব্য সংস্থা দ্বারা পরিচালিত ক্লিনিকটিতে নিপীড়নের ঘটনায় নিন্দার ঝড় বইছে ইতালি জুড়ে। বিষয়টির সত্যতা প্রকাশ করে বেসরকারি সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, ফরাসি সীমান্তকে বর্তমানে সামরিকীকরণ করা হচ্ছে। যার ফলশ্রুতিতে এধরণের হস্তক্ষেপ হচ্ছে।

নিন্দনীয় এ ঘটনার ফলে ম্যাক্রোঁ সরকারের প্রতি ইতালির বিভিন্ন রাজনৈতিক নেতারা ক্ষোভ প্রকাশ করেন। এ প্রসঙ্গে ইতালির সাবেক প্রধানমন্ত্রী বলেন, অভিবাসীদের ওপর আবার নতুন এক হামলা যা খুবই অনাকাক্সিক্ষত। বার্দোনেশিয়ার মেয়র জানান, পুরো বিষয়টি খুবই হতাশাব্যঞ্জক। এদিকে, ইতালিতে নিযুক্ত ফরাসি দূত ক্রিশ্চিয়ান মেসেটকে এ প্রসঙ্গে পুরো ঘটনার বিস্তারিত জানতে চেয়ে তলব করা হয়েছে। উল্লেখ্য, গত ৪বছরে প্রায় ৬ লাখ অভিবাসী ইতালিতে আসেন।

অনলাইন আপডেট

আর্কাইভ