শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

ভেজাল তেল-ড্রিংকস উৎপাদনের দায়ে গাজীপুরে চারজনকে ১৪বছর করে কারাদন্ড

গাজীপুর সংবাদদাতাঃ গাজীপুরে ভেজাল সরিষার তেল, এনার্জি ড্রিংকস, ম্যাংগো জুসসহ বিভিন্ন ভেজাল খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রির দায়ে চারজনকে ১৪বছর করে সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। রায়ে একই সঙ্গে তাদের প্রত্যেক আসামিকে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক মাস করে সশ্রম কারাদন্ড দেয়া হয়েছে। সম্প্রতি গাজীপুর সিনিয়র স্পেশাল ট্রাইবুনাল’র বিচারক একেএম এনামুল হক ওই রায় দেন। দন্ডিতরা হলো-গাজীপুরের জয়দেবপুর থানাধীন ছয়দানা এলাকার মো. আব্দুল গফুরের ছেলে মো. মাসুদ (৩০), একই থানাধীন ডেগের চালা আব্দুল মালেকের ছেলে মো. আলম হোসেন (৩০) ও মো. শাহ আলম (২৬) এবং জাজর এলাকার মো. শওকত হোসেনের ছেলে মো. নাহিদ হাসান (২৮)। রায় ঘোষণার সময় আলম হোসেন ছাড়া অন্যরা আদালতে উপস্থিত ছিলেন। আদালতের পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন ডেগেরচালা এলাকায় এসিএল বেভারেজ এন্ড ফুড লিমিটেড নাম দিয়ে একটি কারখানায় ভেজাল সরিষার তেল, লায়ন ম্যাংগো জুস ও এনার্জি ড্রিংকসসহ বিভিন্ন ভেজাল খাদ্য উৎপাদন, মজুদ ও বিক্রি করে আসছিল।

অনলাইন আপডেট

আর্কাইভ