বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪
Online Edition

চট্টগ্রাম ভুয়া প্রশ্নফাঁস চক্রের ৩ সদস্য আটক

চট্টগ্রাম ব্যুরো: ফেসবুকে প্রচারনা চালিয়ে প্রশ্নপত্র দেয়ার কথা বলে সাধারণ শিক্ষার্থী ও অভিভাবকদের নিকট হতে কৌশলে ফেসবুকে ও বিকাশের মাধ্যমে অর্থ আদায় করছিলো একটি চক্র। বিষয়টি অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর)  মশিউদ্দৌলা রেজা টের পেয়ে সীতাকুণ্ড থানা পুলিশ প্রযুক্তির সহায়তায় চক্রটিকে সনাক্ত করতে সক্ষম হয়। চক্রটির অবস্থান নিশ্চিত হয়ে সীতাকুণ্ড থানার ইন্সপেক্টর (তদন্ত)   মোজাম্মেল হক এর নেতৃত্বে থানা পুলিশের একটি দল রাত ভর অভিযান চালিয়ে পূর্ব হাসনাবাদ, ভাটিয়ারী হতে    মোঃ আব্দুল্লাহ আল জামান (২০), পিতা: মোঃ আবু তালেব, মাতা: জাহানারা বেগম, সাং: ভাটিয়ারী-০৪নং ওয়ার্ড, পূর্ব হাসনাবাদ, জাহানারা মঞ্জীল, ফেসবুক আইডি- AR.AKRAM      মোঃ আল আমিন (১৯), পিতা: মোঃ বেল্লাল, মাতা: ফাতেমা বেগম, সাং: খাজুরিয়া, থানা: সেনবাগ, জেলা: নোয়াখালী বর্তমানে- পূর্ব হাসনাবাদ, আশরাফুল্লার ভাড়াঘর (কলোনী) ফেসবুক আইডি- MD. AL Amin Hossain  মোঃ আরিফ হোসেন (২০), পিতা: মোঃ সাহেদুল হক, মাতা: মালেকা বেগম, সাং: চর নুরুল আমিন, পো: মুন্সীরহাট, থানা: চরফ্যাশন, জেলা: ভোলা, ফেসবুক আইডি-  আরেফিম আরিফ বর্তমানে- রমজান আলী মেম্বারের কলোনী, পূর্বহাসনাবাদ, ভাটিয়ারী, থানা: সীতাকুন্ড, জেলা: চট্টগ্রাম’দেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনলাইন আপডেট

আর্কাইভ