শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সংক্ষিপ্ত সংবাদ

আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা: উন্নয়নশীল দেশের স্বীকৃতি পাওয়ায় সরকারী সেবা সপ্তাহ উপলক্ষে স্পট মিটারিং কার্যক্রমের মাধ্যমে আগৈলঝাড়ায় নতুন বিদ্যুৎ সংযোগ পেলেন ৭০ জন গ্রাহক ।

সরকারের ঘোষণানুযায়ি সকল ঘরে বিদ্যুৎ পৌছে দেয়ার কার্যক্রমের অংশ হিসেবে  আগৈলঝাড়া উপজেলাকে শতভাগ বিদ্যুতায়ন ঘোষণার অংশ হিসেবে রাজিহার ইউনিয়নে স্পট মিটাররিং এর মাধ্যমে পল্লী বিদ্যুৎ এর আওতায় নতুন বিদ্যুৎ সংযোগ পেলেন ৭০ জন গ্রাহক। 

বরিশাল পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর আওতাধীন আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের উদ্যোগে উপজেলার ১নং রাজিহার ইউনিয়নের রাজিহার মাধ্যমিক বিদ্যালয়ের প্রাঙ্গনে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের উপস্থিতিতে অস্থায়ী অফিসের মাধ্যমে রবিবার স্পট মিটারিং এর আওতায় ৭০ জন গ্রাহককে  নতুন সংযোগ প্রদান করা হয়েছে। 

ইয়াবাসহ গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় ইয়াবাসহ দুই ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক মোল্লা জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই আনিচুর রহমান সঙ্গিয় ফোর্স কিবরিয়াকে নিয়ে উপজেলার পূর্ব বাকাল গ্রাম থেকে ওই গ্রামের তারাকান্ত সরকারের ছেলে তমল সরকার (২০) ও একই গ্রামের বীরেণ সরকারের ছেলে মানিক সরকার (২২)কে ইয়াবা বিক্রির সময় ৮পিচ ইয়াবাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রাতেই মাদকদ্রব্য নিয়স্ত্রন আইনে এসআই আনিছুর রহমান বাদী হয়ে মামলা দায়ের করেছেন, নং-৮। গ্রেফতারকৃতদের বরিশাল আদালতে প্রেরণ করা হয়েছে।

তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়ায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী, ডব্লিউ তালুকদারকে গ্রেফতার করেছে পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী রাজিহার ইউনিয়নের ৩নং ওয়ার্ড সাবেক সদস্য চেঙ্গুটিয়া গ্রামের মৃত তোতা তালুকদারের ছেলে ডব্লিউ তালুকদারকে অভিযান চালিয়ে এসআই আনিচুর রহমান চেঙ্গুটিয়া বাজার থেকে গ্রেফতার করেন। এসআই আনিচুর রহমান জানান, গ্রেফতারকৃত ডব্লিউ তালুকদার নিয়মিত মামলার আসামী। এছাড়াও তার বিরুদ্ধে পেট্রোল দিয়ে গাড়ি পোড়া মামলা, প্রতারণা, স্ত্রী নির্যাতন, গুমসহ একাধিক মামলা রয়েছে। ডব্লিউ তালুকদার জেলা গোয়েন্দা পুলিশের একজন তালিকাভুক্ত সন্ত্রাসী। গ্রেফতারকৃতকে আদালতে প্রেরন করা হয়েছে।

জরিমানা আদায়

আগৈলঝাড়ায় ভেজাল পন্য, অপরিস্কার ও পন্যর নির্দিষ্ট মূল্য লেখা না থাকার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আগৈলঝাড়ায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বরিশাল বিভাগীয় ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সৈয়ব, সহকারী পরিচালক সুমি রানী ও উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর সুকলাল সিকদার পুলিশের এএসআই মনিরুল ইসলামকে নিয়ে অভিযান চালিয়ে উপজেলার রথখোলা মিল্কি আইসক্রিম ফ্যাক্টরীর মালিক মাহাবুব হোসেনকে ভেজাল ও অপরিস্কার কারখানার জন্য ১০ হাজার টাকা, অ-স্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে গৈলা বাজারের ঘোষ মিষ্টান্ন ভান্ডারের পরিমল ঘোষকে ৫ হাজার টাকা জরিমানা, উপজেলা সদর বাজারে মন্ডল মিষ্টান্ন ভান্ডারকে ৩ হাজার টাকা, ওই বাজারের কসমেটিক্স দোকানে পন্যর মূল্য লেখা না থাকায় ও নকল পণ্য বিক্রির অভিযোগে ২ হাজার টাকা, সেতু কসমেটিক্সে একই অভিযোগে ২ হাজার টাকাসহ মোট ২২ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

অনলাইন আপডেট

আর্কাইভ