শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

সখীপুরে গণহিস্টিরিয়ায় দুই প্রতিষ্ঠানের ১০ শিক্ষার্থী হাসপাতালে

সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা : টাঙ্গাইলের সখীপুরে গণহিস্টিরিয়ায় দুই শিক্ষা প্রতিষ্ঠানের অসুস্থ ১০ শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার দুপুরে ক্লাশ চলাকালীন সময় উপজেলার সুরিরচালা আবদুল হামিদ চৌধুরী উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী রিতা আক্তার (১১), লাকী আক্তার (১২), সিনথিয়া আক্তার (১১), কনা আক্তার (১২), খাদিজা আক্তার (১১), রিতা (১২), তন্নি আক্তার (১২) তানিয়া আক্তার (১১), মৌসুমী (১২) এবং বিসি বাইদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ১ শিক্ষার্থী জাকিয়া আক্তার (১৫) এ রোগে আক্রান্ত হয়। অসুস্থ শিক্ষার্থীদের সখীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  প্রধান শিক্ষক মো. কফিল উদ্দিন বলেন, রোববার দুপুরে ইংরেজি ২য় পত্র ক্লাশ চলাকালীন সময় একের পর এক শিক্ষার্থী অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের দ্রুত সখীপুর হাসপাতালে আনা হয়। 

সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার মো. শাহীনুর আলম বলেন, গণহিস্টিরিয়ায় অসুস্থ শিক্ষার্থীদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা প্রত্যেকেই এখন আশঙ্কামুক্ত।

অনলাইন আপডেট

আর্কাইভ