শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের বৈঠক অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা রাতে বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারপার্সনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ২০ দলের সমন্বয়ক ও বিএনপির স্থায়ী  কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

২০ দলের অন্য নেতাদের মধ্যে সভায় অংশ নেন, বিজেপি চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, এলডিপি সিনিয়র যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম, খেলাফত মজলিশ সাধারণ সম্পাদক আহমেদ আবদুল কাদের, জাগপা সভাপতি অধ্যাপিকা রেহানা প্রধান, এনপিপি চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ ন্যাপ মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া, কল্যাণ পার্টি মহাসচিব এম.এম. আমিনুর রহমান, লেবার পার্টি (একাংশ) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, (একাংশ) চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, ডিএল সাধারণ সম্পাদক সাইফুদ্দিন মনি, এনডিপি ভারপ্রাপ্ত মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, জেপি (কাজি জাফর) আহসান হাবিব লিংকন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ, ইসলামী ঐক্যজোট সাধারণ সম্পাদক আবদুল করিম, জমিয়তে উলামার সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা মুহিউদ্দিন ইকরাম.পিপল লীগ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ মাহবুব হোসেন প্রমুখ। 

 বৈঠকে খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে ২০ দলীয় জোটের কর্মপন্থা, চলমান সার্বিক পরিস্থিতি ও জোটের অভ্যন্তরীণ বিষয় ও খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন বিষয়ে নতুন কৌশল নিয়ে আলোচনা হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ