শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

বগুড়ায় অটোরিক্সার চাপায় ১ম শ্রেণির স্কুলছাত্রীর মৃত্যু

 

বগুড়া অফিস: স্কুল থেকে মা’র সাথে ফেরার পথে ব্যাটারী চালিত অটোরিক্সা চাপায় ১ম শ্রেণির ছাত্রী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বগুড়া শহরের সেউজগাড়ি এলাকায় এই দূর্ঘটনাটি ঘটে। নিহত শিশু সুরাইয়া তাসনিম প্রাপ্তী (৬) শহরের তিনমাথা হাজির মিল এলাকার ইব্রাহিম আলী আকন্দের মেয়ে।  তার মা সাবিনা জানান, শহরের ইউনিক পাবলিক স্কুল থেকে তার কন্যাকে নিয়ে একটি অটোরিক্সা যোগে তিনি তিনমাথা এলাকায় বাসায় ফিরছিলেন। পথে সেউজগাড়ি এলাকায় বিপরীত দিক থেকে আসা অপর একটি ব্যাটারি চালিত অটোরিক্সার সাথে তাদের রিক্সার সামনা-সামনি ধাক্কা লাগে। এতে ভারসাম্য হারিয়ে প্রাপ্তী অটো রিক্সার নিচে পড়ে যায়। তার মাথায় ও শরীরে প্রচ- আঘাত লাগে। পরে তাকে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়। ঐ ক্লিনিকের ডাক্তারের পরামর্শে প্রাপ্তীকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। প্রাপ্তীর বাবা অগ্রণী ব্যাংক বগুড়ার শাজাহানপুর শাখার ব্যবস্থাপক বলে জানা গেছে। বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির ইনচার্জ এসআই আব্দুল আজিজ ম-ল জানান, হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

অনলাইন আপডেট

আর্কাইভ