বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪
Online Edition

কোস্ট গার্ড বাহিনী কর্তৃক ২০ কোটি টাকা ৪ লাখ পিস ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম ব্যুরো : বাংলাদেশ কোস্ট গার্ড  কক্সবাজারের ছেড়াদ্বীপ এলাকা থেকে  ২০ কোটি টাকা মূল্যের ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে।
কোস্টগার্ড সূত্রের খবরে জানাগেছে, গোপন সংবাদের ভিত্তিতে  ২০ এপ্রিল   আনুমানিক সকাল ৮.৩০ টায় বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী পূর্ব জোনের অধীনস্থ সিজি স্টেশন টেকনাফ অভিযান পরিচালনা করে।  অভিযানে টেকনাফ থানার   ছেড়াদ্বীপের নিকটবর্তী সমুদ্র এলাকা থেকে ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। সেন্টমার্টিন্স এর দক্ষিণ সাগরে সন্দেহজনক একটি কাঠের বোটকে কোস্ট গার্ডের সদস্যরা থামার সংকেত দিলে বোটটি না থামিয়ে সেন্টমার্টিন্স এর ছেড়াদ্বীপে বীচিং করে এবং বোটে থাকা লোকগুলো বোটটি রেখে পালিয়ে যায়। পরবর্তীতে উক্ত বোটটিকে তল্লাশি করে তিনটি বস্তা থেকে ৪ লাখ পিচ ইয়াবা পরিত্যক্ত অবস্থায় জব্দ করা হয় এবং বোটটির তলা ফেটে যাওয়ায় বোটটিকে পানিতে ডুবিয়ে দেওয়া হয়। জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলোর আনুমানিক বাজার মূল্য  বিশ কোটি  টাকা। জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে।

অনলাইন আপডেট

আর্কাইভ