শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

সিরিয়ায় সৈন্য না পাঠালে মার্কিন সহায়তা হারাবে কাতার-সৌদি পররাষ্ট্রমন্ত্রী

২৫ এপ্রিল, আরটি : সিরিয়ায় সৈন্য না পাঠালে মার্কিন সহায়তা হারাবে কাতার। একই সাথে সরকারাটির পতনও ঘটবে বলে জানিয়েছে সৌদি পরররাষ্ট্রমন্ত্রী আদেল জুবেইর। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরব দেশগুলোর কাছ থেকে সংকট নিরসনে আরো অর্থ ও অন্যান্য সহায়তা চাওয়ার প্রেক্ষিতে মঙ্গলবার এ কথা বলেন জুবেইর। কাতার থেকে ট্রাম্প নিরাপত্তা সরিয়ে নেয়ার আগেই সিরিয়ার সৈন্য পাঠানোর কথা বলেন জুবেইর। ২০০১ সাল থেকে প্রায় কাতারের বিমানঘাঁটিতে মার্কিন সৈন্যদের সহায়তার কথাও উল্লেখ করে জুবেইর বলেন, ‘যুক্তরাষ্ট্র যদি দেশটির রাজধানী দোহা থেকে তাদের সৈন্য তুলে নেয় সেক্ষেত্রে এক সপ্তাহের মধ্যেই দেশটির নিরাপত্তা ভেঙে পড়বে।’

গত ৩ এপ্রিল হোয়াইট হাউসে বাল্টিক অঞ্চলের তিন দেশের নেতার সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেছিলেন, সিরিয়ায় মার্কিন সেনাদের উপস্থিতি দেখতে হলে আরব দেশগুলোকেই সামরিক ব্যয় মেটাতে হবে। এরই প্রেক্ষিতে জুবেইর এ বক্তব্য দিলেন বলেই মনে করছে বিশেষজ্ঞরা। উল্লেখ্য, সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক খবরে বলা হয়, সৌদি ও সংযুক্ত আরব আমিরাতসহ আরব দেশগুলোর সম্মিলিত বাহিনীর হাতে দায়িত্ব দিয়ে সিরিয়া মার্কিন সেনা প্রত্যাহারের পরিকল্পনা করছেন ট্রাম্প। ওই খবরে বলা হয়, ট্রাম্পের নতুন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন মিসরকে এর অন্তর্ভুক্ত করে উত্তর-পূর্বাঞ্চলীয় সিরিয়ায় তাদেরই দায়িত্ব দেওয়ার আশা করছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ