শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

হামদর্দের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্বাধীনতা পদক-২০১৮ প্রাপ্তিতে অধ্যাপক ডাঃ এ কে আজাদ খানকে সংবর্ধনা প্রদান এবং কলেজ শিক্ষার্থীদের নবীনবরণ ও কৃতী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়ায় কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর ভাইস চেয়ারম্যান ও হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর ইউনানী অ্যান্ড আর্য়ুবেদিক মেডিসিন অনুষদের সম্মানীয় ডিন এবং বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ এ কে আজাদ খানকে স্বাধীনতা পদক-২০১৮ প্রদান করায় হামদর্দ বাংলাদেশের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা, উত্তরিও এবং ক্রেস্ট প্রদান করা হয়। 

এসময় উপস্থিত ছিলেন হামদর্দ বোর্ড অব ট্রাস্টিজ-এর চেয়ারম্যান, সাবেক সচিব কাজী গোলাম রহমান, হামদর্দের চীফ মোতাওয়াল্লী ও ব্যবস্থাপনা পরিচালক এবং হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ড. হাকীম মোঃ ইউছুফ হারুন ভূঁইয়া, ওয়াক্ফ প্রশাসক (অতিরিক্ত সচিব) শহিদুল ইসলাম, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক মাসুম হাবিব, হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মোঃ আব্দুল মান্নান, বগুড়ার সিভিল সার্জন ডাঃ মোঃ শামসুল হক ও বগুড়ার বিশিষ্ট চিকিৎসকবৃন্দ, হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া’র পরিচালনা পরিষদের চেয়ারম্যান ও রাজশাহী মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ার হাবীব, হামদর্দ ইউনানী মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া’র পরিচালনা পরিষদের সদস্য ও শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ এ কে এম আহসান হাবীব, সদস্য ও রাজশাহী মেডিকেল কলেজের কমিউনিটি মেডিসিন বিভাগের অধ্যাপক ডাঃ মোহাঃ জাওয়াদুল হক, সদস্য ডাঃ মোঃ হেদায়েতুল ইসলাম, সদস্য ও বি.এম.এ কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ডাঃ মোস্তফা আলম নান্নু, সদস্য ও স্থানীয় কাউন্সিলর মোঃ খোরশেদ আলম, হামদর্দের পরিচালক অর্থ ও হিসাব মোঃ আনিসুল হক, পরিচালক প্রশাসন অধ্যাপক হাকীম শিরী ফরহাদ, পরিচালক হামদর্দ ফাউন্ডেশন লেঃ কর্নেল মাহবুবুল আলম চৌধুরী (অবঃ), পরিচালক মার্কেটিং ও বিক্রয় হাকীম সাইফ উদ্দিন মুরাদ ভূঁইয়া এবং কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হাকীম মোঃ ওসমান গনীসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারী এবং হামদর্দ-এর রাজশাহী ও রংপুর বিভাগের সকল বিক্রয় প্রতিনিধি, চিকিৎসক ও কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

অনলাইন আপডেট

আর্কাইভ