বুধবার ১৭ এপ্রিল ২০২৪
Online Edition

সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট দৃষ্টিহীনদের মাঝে আলো ছড়াচ্ছে -ড. অনুপম সেন

চট্টগ্রাম ব্যুরো : চোখের আলো নেই বলে থেমে থাকে না জীবন। জ্ঞানের আলো যদি থাকে অফুরন্ত আর জ্ঞানের ভা-ার যদি থাকে সমৃদ্ধ তাহলে দৃষ্টিহীনতা কোনো বাঁধা হতে পারে না।
প্রজ্ঞার শক্তি পৃথিবীর সবকিছুকে জয় করতে পারে তা-ই দেখিয়ে যাচ্ছে জ্ঞানেরপিয়াসী অদম্য দৃষ্টিপ্রতিবন্ধীরা। দৃষ্টি প্রতিবন্ধী এই শিক্ষার্থীদের মধ্যে যে জ্ঞান, বুদ্ধি, তীক্ষ্মতা রয়েছে তা অনেক অপ্রতিবন্ধী মানুষের মধ্যেও নেই। সব সীমাবদ্ধতাকে কাটিয়ে দৃষ্টি প্রতিবন্ধীদের উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে সরকারের পাশাপাশি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী (কঃ) ট্রাস্ট বিভিন্ন কর্মসূচির মাধ্যমে দৃষ্টিহীনদের মাঝে আলো ছড়াচ্ছে।
এ ট্রাস্ট দেশের দুস্থ, এতিম, বয়স্ক, বিধবা, বিপন্ন শিশু, প্রতিবন্ধী ও প্রাান্তিক জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে ও সামাজিক নিরাপত্তামূলক বহুমাত্রিক কর্মসূচি বাস্তবায়নে, অসহায় মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি, শিক্ষা, চিকিৎসা সেবা, আপদকালীন সহায়তা প্রদানে, দারিদ্র্য বিমোচন ও মানব সম্পদ তৈরীতে কার্যকর পরিকল্পনা গ্রহণ করে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। 

অনলাইন আপডেট

আর্কাইভ