শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

থাইল্যান্ড গেল বাংলাদেশ নারী ফুটবল দল

স্পোর্টস রিপোর্টার : ওয়ালটন গ্রুপের পৃষ্ঠপোষকতায় এএফসি নারী ফুটসাল টুর্নামেন্টে অংশ নিতে গতকাল সোমবার বিকেলে থাইল্যান্ড গিয়েছে বাংলাদেশ দল।আগমীকাল থেকে ১৫টি দেশ নিয়ে থাইল্যান্ডে শুরু হবে এএফসি নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপ-২০১৮। প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিবে বাংলাদেশ নারী ফুটবল দল। অভিজ্ঞতা অর্জনই এই টুর্নামেন্টে অংশ নেয়ার লক্ষ্য বাংলাদেশের। বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেছেন, ‘আমরা প্রথমবার ফুটসালে খেলতে যাচ্ছি। এটা মেয়েদের জন্য বড় অভিজ্ঞতা অর্জনের হবে। ফুটবল আমরা শুরু করেছিলাম আনাড়ি খেলোয়াড়দের নিয়ে। ফুটসালে কিন্তু আমাদের শুরুটা হচ্ছে ভালো খেলোয়াড়দের নিয়ে। এই খেলায় গতি বেশি। এখানে দ্রুত বল দেওয়া নেওয়া করতে হয়। মনোযোগও দিতে হয় বেশি। অন্য দলগুলোর তুলনায় আমাদের মেয়েদের বয়স কম। এই আসরে খেলা কারো বয়স ৩০ হলেও আমাদের মেয়েরা অনেক ছোট। এক মাত্র সাবিনার বয়স সর্বোচ্চ ২৪ বছর। তব্ওু আমরা সেরাটা দিয়ে ভাল কিছু করার চেষ্টা করব।’বাংলাদেশ দলের একমাত্র সাবিনার ফুটসাল খেলার অভিজ্ঞতা রয়েছে। ২০১৫ ও ২০১৬ সালে তিনি মালদ্বীপে ক্লাব পর্যায়ে ফুটসাল খেলেছেন। বাকিদের কারোই ফুটসাল খেলার অভিজ্ঞতা নেই। এই টুর্নামেন্ট তাদের জন্য অভিজ্ঞতা অর্জনের।

অনলাইন আপডেট

আর্কাইভ