শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

গাজা উপত্যকায় শক্তিশালী বিস্ফোরণ ॥ ৬ হামাস সদস্যের শাহাদতবরণ

৬ মে, স্যাটেলাইট নিউজ চ্যানেল আল আলম : অবরুদ্ধ গাজা উপত্যকায় এক শক্তিশালী বিস্ফোরণে ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক শাখা ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের ছয় সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ছয় জন।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, উপত্যকার মধ্যাঞ্চলীয় দেইর আল-বালাহ শহরে শনিবার বিকেলে এ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর হতাহতদের স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে ওই মন্ত্রণালয় জানিয়েছে।

গাজার নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল জানিয়েছে, ইজ্জাদ্দিন কাসসাম ব্রিগেডের সদস্যরা যখন ইহুদিবাদী ইসরাইলের নিক্ষিপ্ত একটি অবিস্ফোরিত ক্ষেপণাস্ত্র নিস্ক্রিয় করছিলেন তখন এটি বিস্ফোরিত হয়।

২০১৪ সালের ৫৫ দিনব্যাপী যুদ্ধের সময় দখলদার ইসরাইলের একটি এফ-১৬ জঙ্গিবিমান থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল।

ফিলিস্তিনের ভূমি দিবস উপলক্ষে গাজা উপত্যকা জুড়ে যখন ইসরাইল বিরোধী ব্যাপক বিক্ষোভ চলছে তখন এ বিস্ফোরণের খবর পাওয়া গেল। গত ৩০ মার্চ থেকে গাজায় চলমান বিক্ষোভের ওপর ইসরাইলী সেনাদের নির্বিচার গুলীতে এ পর্যন্ত অন্তত ৫০ ফিলিস্তিনী শহীদ হয়েছেন।

অনলাইন আপডেট

আর্কাইভ