শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

দক্ষিণ আফ্রিকায় ইমামকে হত্যা করে মসজিদে আগুন

১১ মে, আল জাজিরা : দক্ষিণ আফ্রিকায় একটি শিয়া মসজিদের ইমামকে গলা গেটে হত্যা করে ওই মসজিদে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। দক্ষিণ আফ্রিকায় এ ধরনের ঘটনা একেবারেই বিরল। ওই হামলায় আরও দু’জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ এখন তিন হামলাকারীর খোঁজে রয়েছে। গত বৃহস্পতিবার ডারবান থেকে ২৭ কিলোমিটার দূরে ভেরুলামের একটি মসজিদে এ হামলা চালানো হয়। ওই হামলার পর ক্ষোভ ছড়িয়ে পড়েছে স্থানীয় মুসলমানদের মধ্যে। তার এর জন্য কর্তৃপক্ষের কাছে জবাব চাচ্ছে।

পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা এক বিবৃতিতে বলেছেন, হামলার কারণ এখনও স্পষ্ট নয়। দুর্বৃত্তরা হামলা করে পালিয়ে যাওয়ার সময় মসজিদটিতে আগুন ধরিয়ে দিয়ে যায়।  ‘এ ধরনের অপরাধ সহ্য করা হবে না। একটি টিমকে ঘটনার তদন্তেরে দায়িত্ব দেয়া হয়েছে।’ যে দু’জন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের অবস্থাও গুরুতর। দক্ষিণ আফ্রিকার মোট জনসংখ্যার মাত্র ১ দশমিক ৯ শতাংশ মুসলিম, তাদেরও বেশিরভাগই সুন্নি মতাদর্শী। মসজিদে হামলার মতো ঘটনা দক্ষিণ আফ্রিকায় খুবই বিরল, তবে সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণ করে বলা হচ্ছে, সেখানে শিয়াবিরোধী কথাবার্তা বলা হচ্ছে।

অনলাইন আপডেট

আর্কাইভ