শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

আফগানিস্তান সিরিজেও প্রধান কোচ ওয়ালশ

স্পোর্টস রিপোর্টার : আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। সিরিজটি হবে ভারতের দেরাদুনে। সিরিজ খেলতে আগামী ২৯ মে ভারত যাচ্ছেন ক্রিকেট দল। এই সিরিজেও প্রধান কোচের দায়িত্ব পালন করবেন বোলিং কোচ কোর্টলি ওয়ালশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান, 

তিনি বলেন,‘যেহেতু আমরা নতুন কোচ পাইনি, তাই শেষ সিরিজে যারা স্টাফ ছিলেন, তারাই থাকবেন। শ্রীলংকায় যারা যে দায়িত্বে ছিলেন, সেই দায়িত্বেই থাকবেন। শেষ সিরিজে যেহেতু ভালো করেছেন, তাই তিনিই (ওয়ালশ) প্রধান কোচের দায়িত্ব পালন করতে পারেন।’ শুধু প্রধান কোচ নয়, ফিল্ডিং কোচের পদটাও এখন ফাঁকা। ‘ব্যক্তিগত কারণ’ দেখিয়ে রিচার্ড হ্যালসল দায়িত্ব ছাড়ার পর নতুন করে ফিল্ডিং কোচ নিয়োগ দেয়নি বাংলাদেশ। তাহলে আফগানিস্তানের বিপক্ষে এই দায়িত্বটা সামলাবেন কে? অবশ্য অনূর্ধ্ব-১৯ দলের সহকারী কোচের দায়িত্ব পালন করা সোহেল ইসলামের নামই নিয়েছেন আকরাম খান। তিনি বলেন, যেহেতু তিনি (হ্যালসল) নেই, তাই তার পরিবর্তে সোহেল ইসলাম যাবেন দলের সঙ্গে।’ 

আফগানিস্তান সিরিজের আগে প্রস্তুতি নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ যাচ্ছে ২৯ মে। সেখানে আফগানিস্তান তাদের কিছু ক্রিকেটার ও স্থানীয় কয়েকজনকে নিয়ে একটা দল গড়ে প্রস্তুতি ম্যাচ  খেলতে পারে। তবে এখন পর্যন্ত এটা নিয়ে নিশ্চিত করে বলতে পারছি না কিছু।’ নিদাহাস ট্রফিতেও বাংলাদেশের ভারপ্রাপ্ত প্রধান কোচের দায়িত্বে ছিলেন কোর্টনি ওয়ালশ। মূলত  বোলিং কোচের দায়িত্ব সামলান ক্যারিবিয়ান কিংবদন্তি। তবে গত বছরের অক্টোবরে চন্ডিকা হাথুরুসিংহে পদত্যাগ করার পর নতুন কোচ নিয়োগ না দেওয়ায় ওয়ালশকেই দেওয়া হয়েছিল প্রধান কোচের দায়িত্ব। 

অনলাইন আপডেট

আর্কাইভ