শুক্রবার ২৯ মার্চ ২০২৪
Online Edition

শিশু ফারুকের চিকিৎসায় সাহায্যের আকুল আবেদন

ফারুক হোসেন, বয়স ৩ বছর। ছেলেটি ব্রেন টিউমারে আক্রান্ত। রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা করে অধ্যাপক আতাহার আলী সাহেব জানিয়েছেন দ্রুত তার সার্জিক্যাল অপারেশন করা প্রয়োজন। তা না হলে টিউমারটি ক্যান্সারে রূপ নিয়ে শরীরে বিভিন্ন স্থানের ক্ষতি হতে পারে। তার চিকিৎসায় প্রয়োজন ১৫ লক্ষ টাকা। ফারুকের পিতা আল কোরআন হাফিজিয়া মাদরাসার একজন শিক্ষক ছিলেন। তিনি ছেলের চিকিৎসার টাকা সংগ্রহের জন্য গ্রামের বাড়ী রাজশাহীতে যান। আসার পথে সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় মারা যান। মা মহিলা মাদরাসার একজন শিক্ষিকা। তিনটা ছেলে মেয়ে নিয়ে বড় কষ্টের মধ্যে দিনাতিপাত করছে। বড় ছেলে আগামী বছরের এসসএসসি পরীক্ষার্থী, মেয়েটা পঞ্চম শ্রেণির একজন ছাত্রী। ছেলেটির চিকিৎসা চালাতে গিয়ে উভয়েই পড়াশুনা বন্ধের পথে। স্থায়ী ঠিকানা রাজশাহী জেলার কাহালু গ্রামে। বর্তমান ঠিকানা : বাড়ী নং- ২১০, রোড নং- ৩, দক্ষিণ মহাখালী, তেজগাঁও, ঢাকা। শেরে বাংলা নগর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স এন্ড হাসপাতালের ৫নং ওয়ার্ড এর ৩নং বেডে চিকিৎসাধীন ফারুক। সহৃদয় বিত্তবানরা সাহায্যের হাত বাড়িয়ে দিলে শিশুটি ফিরে পেতে পারে নতুন জীবন। ছেলের চিকিৎসায় দিশেহারা, নিঃস্ব এবং ঋণগ্রস্ত মা সমাজের বিত্তবান দানশীল প্রতিষ্ঠান ও প্রবাসী ভাইবোনদের নিকট আকুল আবেদন জানিয়েছেন ছেলের চিকিৎসায় সাহায্যের জন্য। সাহায্য পাঠাইবার ঠিকানা : মোসাঃ খাদিজা, ডাচ্ বাংলা ব্যাংক লিঃ, সঞ্চয়ী হিসাব নং- ২২৭১৫১০১২৩৫৬০, তেজগাঁও শাখা, ঢাকা। এছাড়াও যোগাযোগ করতে পারেন এই নম্বরে : ০১৬৮৩৪৫৮৮৭৩ (বিকাশ), ০১৬৩০৭৭০৫২২ (রকেট)।

অনলাইন আপডেট

আর্কাইভ