শনিবার ২০ এপ্রিল ২০২৪
Online Edition

দর্শনা চেকপোস্টে সোনার বারসহ চোরাচালানী আটক

চুয়াডাঙ্গা সংবাদদাতা: চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত চেকপোষ্টে কাষ্টমস থেকে আব্দুল মোতালেব (৫২) নামের ভারতগামী এক পাসপোর্টধারী যাত্রীর জুতার ভেতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করেছে কাস্টমস ও শুল্ক গোয়েন্দা।  আটক সোনা চোরাচালানী মোতালে গাজীপুর জেলার টংগী উপজেলার আনিছপুর গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে। বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার রাজস্ব কর্মকর্তা ছবি রনী দত্ত জানান, দর্শনা চেকপোষ্ট দিয়ে বিপুল পরিমাণ স্বর্ণের বার ভারতে চালান হবে-এমন সংবাদের ভিত্তিতে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার নির্দেশে ৮ সদস্যের একটি টিম শুক্রবার সকালে দর্শনা চেকপোষ্টে অবস্থান করছিল। সকাল ১০ টার দিকে  ভারতগামী বাংলাদেশী নাগরিক আব্দুল মোতালেব কে আটক করে কাষ্টমস অফিসে রাখা হয়। পরে শুল্ক গোয়েন্দা কর্মকর্তা ও সাংবাদিদের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে পায়ের জুতার ভেতর থেকে সাড়ে ৯টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার ওজন ১ কেজি মূল্য প্রায় অর্ধ কোটি টাকা।  সোনার বারগুলো দর্শনা কাষ্টমসে জমা দেয়া হবে। এছাড়া আটকৃত আব্দুল মোতালেব কে দামুড়হুদা মডেল থানায় সোপর্দ করে  তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

অনলাইন আপডেট

আর্কাইভ