শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪
Online Edition

মস্কোতে মাতালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক চিত্রকর্ম

৪ জুন, সিএনএন : ভোদকা পানে মাতাল এক ব্যক্তির তাণ্ডবে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত ট্রেটিয়াকোভ গ্যালারির একটি ঐতিহাসিক ও বিখ্যাত চিত্রকর্ম।

১৮৮৫ সালে বিখ্যাত চিত্রকর ইলিয়া রেপলিনের আকাঁ চিত্রকর্ম ‘ইভান দ্য টেরিবল’ নামক এ চিত্রকর্মটি রাশিয়ার অন্যতম বিখ্যাত ও ঐতিহাসিক একটি চিত্রকর্ম। এটি আঁকা হয়েছে প্রাচীন রুশ শাষক ‘জার আইভান দ্য টেরিবল’কে নিয়ে। চিত্রকর্মটিতে দেখা যায়, আইভান তার পুত্রকে আদর করে দিচ্ছেন যে কিনা তারই সাথে লড়াইয়ে মারাত্মকভাবে আহত হয়েছেন।

গ্যালারি কর্তৃপক্ষ জানিয়েছে যে, সেখানে হামলাকারী ৩৭ বছর বয়স্ক ব্যক্তিটি হামলা চালানোর সময় মাতাল অবস্থায় ছিলেন এবং তিনি গ্যালারিটি বন্ধ হওয়ার কিছু সময় আগে সেখানে প্রবেশ করেছিলেন।

 সে সময়ে সেখানে খুব বেশি দর্শনার্থী উপস্থিত ছিলো না। হামলাকারী ব্যক্তিটি গ্যালারির নিরাপত্তার কাজে রাখা একটি লোহার পোল তুলে সেটি দিয়ে চিত্রকর্মটির ওপর আকস্মীক হামলা চালান। এতে চিত্রকর্মটির সামনে দেওয়া কাচের আচ্ছাদন ভেঙ্গে সেটির মূল কাগজ ও ক্যানভ্যাসের ব্যাপক ক্ষতি হয়।

অনলাইন আপডেট

আর্কাইভ