ঢাকা, শুক্রবার 29 March 2024, ১৫ চৈত্র ১৪৩০, ১৮ রমজান ১৪৪৫ হিজরী
Online Edition

লিবিয়ায় মার্কিন বিমান হামলায় ৩ বেসামরিক নাগরিক নিহত

সংগ্রাম অনলাইন ডেস্ক:

লিবিয়ায় ইসলামিক স্টেটের (আইএস) সন্ত্রাসীদের লক্ষ্যকরে চালানো মার্কিন বিমান হামলায় তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। মানবাধিকার বিষয়ক লিবীয় সংস্থা বৃহস্পতিবার একথা জানিয়েছে।

এ সংস্থার এক বিবৃতিতে বলা হয়, বনি ওয়ালিদ নগরীর একটি উপত্যকায় মার্কিন বিমানবাহিনীর চালানো অভিযানে তিনজন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তারা একটি গাড়িতে করে যাচ্ছিল। তারা নিরস্ত্র ছিল।

তারা কোন ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জড়িত ছিল না বলে তাদের আত্মীয়-স্বজনরা জানান।

বিবৃতিতে বলা হয়, তাদের বিরুদ্ধে নিরাপত্তা কর্তৃপক্ষের কোন গ্রেফতারি পরোয়ানা ছিল না।

এদিকে যুক্তরাষ্ট্রের আফ্রিকা কমান্ড বুধবার জানায়, রাজধানী ত্রিপোলির প্রায় ১৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে বনি ওয়ালিদের উপকণ্ঠে মার্কিন বিমান হামলায় আইএসের চার সন্ত্রাসী নিহত হয়েছে। এদের মধ্যে আইএসের এক সিনিয়র নেতা রয়েছে।

কমান্ডের এক বিবৃতিতে বলা হয়, লিবিয়ার সরকারি বাহিনীর সাথে সমন্বয় করে মার্কিন বাহিনী ৬ জুন দেশটির বনি ওয়ালিদ নগরীর কাছে নির্ভুলভাবে বিমান হামলা চালায়। এতে আইএসের চার জঙ্গি নিহত হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ বিমান হামলায় কোন বেসামরিক নাগরিক নিহত হয়নি।

অনলাইন আপডেট

আর্কাইভ