শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪
Online Edition

দু’ নারী সহ ২১ মাদক ব্যবসায়ীকে কারাদন্ড

গাজীপুর সংবাদদাতা : গাজীপুরের মাদক বিরোধী অভিযানে দু’ নারী সহ ২১ মাদক ব্যবসায়ীকে  আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিভিন্ন মেয়াদে কারাদন্ডাদেশ দিয়ে কারাগারে প্রেরণ করেছে।  গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি,এম, কুদরত-এ-খুদা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল মিয়া এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানকালে আটককৃতদের কাছ থেকে ৫ কেজি গাঁজা, মাদকদ্রব্য এবং সিরিঞ্জসহ মদকদ্রব্য ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে।
গাজীপুরের এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি,এম, কুদরত-এ-খুদা জানান, রবিবার রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মাজার বস্তিসহ বিভিন্ন জায়গায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের নির্দেশে পুলিশ ও র‌্যাব সদস্যদের নিয়ে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে ৫ কেজি গাঁজা, মাদকদ্রব্য এবং সিরিঞ্জসহ মদকদ্রব্য ব্যবহারের বিভিন্ন সরঞ্জামাদি সহ মোট ২১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতে আটককৃতদের হাজির করা হয়। আদালত এসময় আটককৃত ১০ জনের প্রত্যেককে ৬মাস করে , সাত জনকে একমাস করে এবং অপর চার জনকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেন।

অনলাইন আপডেট

আর্কাইভ